See More Post

আজ লিখবো আমাকে নিয়ে বাস্তব গল্প"


"আজ লিখবো আমাকে নিয়ে বাস্তব গল্প"

আমি রাবেয়া হক মুন্নী,নামটি আমার খুব পছন্দের,কারণ নামটি আমার বাবা মায়ের দেয়া,

লিখবো 2009 সাল থেকে আমি আমাকে নিয়ে,

আমার 2009 সালটি অনেক গুরুত্বপূর্ণ একটি সময়,

কারণ আমার সংসার জীবনে শুরু ছিলো এই 2009 সালের জানুয়ারির ঠিক 01 তারিখ থেকে,

জীবনের প্রতিটি ক্ষেত্রে সবার কাছ থেকে অনেক অনেক ভালবাসা পেয়েছি (আলহামদুলিল্লাহ),

আমি 2009 সালের সময়টাতে মোবাইলের মাধ্যমে রেজিস্ট্রেশন করি লাক্স চ্যানেল আই সুপার স্টার এ,

যথাযথ সময়ে ডাকা হয় আমাকে,আমি ময়মনসিংহ থেকে অংশ নেই,সেখানে আরো অনেক আপুরাও ছিলেন,আমাকে মেকাপ রুমে অন্যান্য আপুদের মতো অতি যত্ন নিয়ে অনেক সুন্দর করে মেকাপ করা হলো,যদিও আমাকে সাজাতে তাদের সময় বেশি লাগেনি,যেই আপু আমাকে মেকাপ করে ছিলেন,উনি অনেক প্রশংসা করে ছিলেন আমার,উনাকে তাই বেশি ভালো লেগেছিল,

তাই হোক,নিয়ম অনুযায়ী আমাকে ইন্টারভিউ (তাদের কিছু প্রশ্ন থাকে) এর জন্য এক রুমে ডাকা হলো,আমার ইন্টারভিউ নিয়ে ছিলেন,রোমানা আপু,

কিছু প্রশ্ন করেন, উত্তর দেই ও হ্যাঁ এর মধ্যে একটি ফর্ম পূরণ করতেও‌ হয়েছিল,

যাই হোক,শেষ প্রশ্ন ছিলো,"আপনাকে যদি আমরা লাক্স চ্যানেল আই সুপার স্টার এ আসবার আমন্ত্রণ করি,আপনার স্বামী কী আসতে দিবে?" আমি তাকে বলে ছিলাম,সে আসতে দিলেও আমি আসবো না আপু,

কারণ আমি তখন প্রথম বার "মা" হওয়ার অনুভবে ছিলাম,এই অনুভবের কাছে পৃথিবীর সব কিছু অতি তুচ্ছ,

আপুটি সুন্দর একটি হাসি দিয়ে,আমার অনাগত সন্তানের জন্য শুভ কামনা জানি ছিলেন,

এরপর ০৬ বছর বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে কেটে গেল,2015 সালে শুরু করি নিজের খুব সখের একটি বিজনেস,তখন উদ্দ্যোক্তা কী আর বিজনেস কী জানা ছিল না,অনেক গুলো টাকা খরচ করে খুব যত্ন‌ নিয়ে সাজাই আমার সেই সখের বিজনেস,সেইটা ছিলো একটি পার্লার প্লাস মেয়েদের যাবতিয় সকল ধরণের প্রয়োজনীয় জিনিসপত্র, শুধু জুতো ছাড়া,এক ছাদের নিচ থেকেই যেন তাঁরা তাঁদের কাঙ্খিত সব পেয়ে যায়,এমন ইচ্ছে ছিলো,আমি আর আমার মেজু আপু মিলে অনেক পরিশ্রম করে রানিং করি আল্লাহর অশেষ রহমতে আমাদের বিজনেস,চলছিল খুব ভালো,আমার কর্মিও ছিলো, অনেক ভালো চলছিলো,তাই আগের থেকে একটি বড় রুম নেই, কারণ জায়গার প্রয়োজন ছিলো,

2016 সালের শেষের দিকে আমি আমার অনুভব করি আল্লাহ আমাকে আবার মা হওয়ার সুযোগ দিয়েছেন,

আমার তখন এমন অবস্থা (নারীরাই বুঝবেন, বিশেষ করে উদ্দ্যোক্তা আছেন যারা) আমি কী করবো?এক দিকে অনেক সখের অনেক কষ্ট করে একটা পর্যায়ে নেয়া আমার বিজনেস আরেক দিকে মা হওয়ার  সুযোগ,আমি আমার স্বামীকে প্রশ্ন করি"কী করবো আমি" সে আমাকে বলেছিল বিজনেসটাও তোমার যে অনাগত আসছে,সেও তোমার, তুমি বুঝ তুমি কী করবে,

কোন কুল কিনারা পাইনি ভেবে, আমি আমার নিজের হাতে সাজানো বিজনেস শেষ করতে পারবো না,আর আল্লাহ আমাকে যেই সুযোগ দিয়েছেন,তা অনেকেই চেয়ে পায় না,আমি পারবো না আমার অনাগত সন্তানকে পৃথিবীতে আসবার আগেই তাকে বিদায় দিতে,সেই ক্ষমতা আল্লাহ আমাকে দেননি,

কোন কিছু ভেবে না পেয়ে,বেছে নেই আত্মহত্যার পথ, যখন ভুল করে ফেলি,তখন সঙ্গে সঙ্গে আমার নিজের নয়,আমার ভিতরে থাকা আমার সন্তানের কথা মাথায় আসে,পরে চিকিৎসা নিয়ে ফিরে আসি বাসায়,আর আল্লাহর কাছে তখন একটাই চাওয়া,আমার ভিতরে আমার সন্তান যেন আল্লাহ সুস্থ রাখেন,

পরে আমি আমার অনেক যত্নে গড়ে তোলা বিজনেস টাকে বিসর্জন দিয়ে চলে যাই গ্রামের বাড়ি,

সেখানে এতোটা কঠিন পরিস্থিতি আর পরিবেশ ছিলো,যা লিখে বা বলে বুঝাতে পারবো না,এর মাঝে আমি পাগল প্রায় আমার রানিং বিজনেস বন্ধ করে দেয়ায়,

ঠিক তখন দেখা পাই আমাদের সবার প্রিয় এই প্লাটফর্ম,"নিজের বলার মতো একটা গল্প"

সদস্য হয়ে যাই,

তখন থেকে একটু একটু করে লেগে আছি এই প্রিয় প্লাটফর্মে,

এরপর উদ্যোগ নেই ব্লক বাটিক নিয়ে, আমার শ্বশুর বাড়ির কিছু ছেলে মেয়েকে শিখানোর উদ্যোগ নেই,নিজ দায়িত্বে,

কিছু স্টুডেন্ট মেয়েদের নিয়ে কিছু দিন বেশ ভালোই করে ছিলাম কাজ,ওরাও অনেক আনন্দের সঙ্গে শিখেছিল কাজ,কিছু ছেলেদের মার্কেটিংয়ের প্রস্তুতি নেয়ার জন্য বলা হয়েছিল,ওরাও বেশ ভালো ভাবে নিজেদের তৈরি করেছিল,

আবার সম্মুখিন হই পরিস্থিতির খারাপ পরিবেশে,

ঠিক কতোবার হোঁচট খেলে মজবুত হয়ে দাঁড়ানো শেখা যায়?

আমাকে মহান আল্লাহ এখন এমন ভাবে মজবুত হওয়ার তৌফিক দান করেছেন,আমি পারবোই,পারতে আমাকে হবেই,সবাই যদি পারে,আমি কেন নই,

আমাকে উঠে দাঁড়াতেই হবে, হাঁটতে হবে বহুদূর পর্যন্ত,হোক শ্রোতের বিপরীতে,তবুও আমিই পারবো ইন-শা-আল্লাহ।

এখন আমি এক ছেলে এক মেয়ের মা,

আমার সন্তানদের জন্য সবাই মন থেকে দোয়া করবেন,ওরা যেন ধৈর্যশীল, পরিশ্রমী, এবং ন্যায় প্রতিষ্ঠা করার মতো করে বেড়ে উঠতে পারে,ওরা যেন ভালো মানুষের মতো মানুষ হতে পারে,

লেখাটা অনেক বড় হওয়ার জন্য আমি দুঃখিত,


স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৪২**

Date:- ০৩/০৬/২০২১


আমি রাবেয়া হক মুন্নী,

রেজিঃ নামঃ মুন্নী হক

ব্যাচ নংঃ ০৩

রেজিঃ নংঃ ১০২৭২

জেলাঃ টাঙ্গাইল আমার শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি ময়মনসিংহ।


ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।