See More Post

উদ্যোক্তা প্লাটফর্মে এসে নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম।

আসসালামু আলাইকুম,

অনুভূতিগুলো যখন আকাশ ছুঁই ছুঁই, প্রকাশ করার ক্ষমতা তখন অনেকটাই ম্লান হয়ে যায়_______________________

আকাশের রংধনু দেখেছেন; সাত সাতটি রঙের সংমিশ্রণ যেখানে ছড়িয়ে থাকে। একটু লক্ষ করলেই বুঝা যায় সাত রং এর ভেতরে অগণিত রঙের হাতছানি। প্রত্যেকটি রং ই আমাদের ছুঁয়ে ছুঁয়ে যায়। ভালবাসার রং থেকে শুরু করে বেদনার রং মিশে আছে সেখানে। আমার কাছে স্ট্যাটাস অফ দ্যা ডে মানে হচ্ছে___

                💁আকাশের রংধনু🌈

ঐ দূর আকাশের বিশালতার মাঝে রংধনু যেমন আলোকোজ্জ্বল হয়ে ফুটে উঠে প্রিয় ফাউন্ডেশনে স্ট্যাটাস অফ দ্যা ডে ও ঠিক তেমনি এক খন্ড রংধনু হয়ে আলো ছড়াচ্ছে।

উদ্যোক্তা প্লাটফর্মে এসে নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু উদ্যোক্তা হতে এসে লেখালেখিটা ও যে একটি প্রাপ্তির জায়গায় রূপ নিতে পারে তা বুঝতে পারিনি। অনেকটা ছোট সময় থেকে ছোট ছোট কবিতা গল্প লিখা-লিখি হতো আমার স্কুল ম্যাগাজিনে। কিন্তু ফাউন্ডেশন এর যুক্ত হওয়ার পর আমার লেখালেখির পরিধিটা যে এত দূর যাবে আমি তো আমি তা কখনো স্বপ্নেও ভাবেনি।

আমার প্রাণের ফাউন্ডেশন তৈরি না হলে হয়তো কখনোই সম্ভব হতো না এভাবে নিজের জীবনের ঘটে যাওয়া অনুভূতিগুলোকে নতুন করে প্রাণ দেওয়ার। অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাই আমার প্রাণের ম্যাজিক ম্যান Iqbal Bahar Zahid স্যারের প্রতি। স্যার আমাদেরকে একজন উদ্যোক্তা হওয়ার পাশাপাশি জীবনের সকল ক্ষেত্রে একজন মানবিক ও বিবেক বোধ সম্পন্ন মানুষ হিসেবে তৈরী করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

স্পেশালি ধন্যবাদ জানাই Nurun Nabi Riyaz  ভাইয়াকে যিনি এ  চমৎকার আইডিয়াটি উপস্থাপন করেছিলেন।আর যার অবদান বিশেষভাবে রয়েছে তিনি হলেন আমাদের সকলের প্রিয় Md Iqbal Hossain  ভাইয়া। অসংখ্য কৃতজ্ঞতা আপনার জন্য। নিঃসন্দেহে এটা বিশাল একটা ধৈর্যের কাজ। যুগ যুগ ধরে আপনাদের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এ ফাউন্ডেশন।

               💥স্ট্যাটাস অফ দ্যা ডে💥

                     ❤️💚❤️💚❤️💚

যখন ই প্রতিযোগিতা মূলক কোন আয়োজন হয় তখনই কিন্তুু  মানুষের আগ্রহ বাড়ে। কে না চায় সেরা হতে। তাই প্রত্যেকে যে যার জায়গা থেকে সেরা লেখাটা দেওয়া চেষ্টা করে আসছে।

অনেকের হয়ত ব্যস্ততার জন্য লেখার ইচ্ছে টা নষ্ট হয়ে গিয়েছিলো কিন্তুু এ ফাউন্ডেশনে যুক্ত হওয়ার সুবিধে  আবার লেখার শক্তি ফিরে পেয়েছে। অনেকের বাস্তব জীবনের গল্প পড়ে নিজের অজান্তে কেঁদে উঠেছি। শ্রদ্ধা,ভালবাসা তৈরি হয়ে যায় পোষ্টের ও প্রান্তের মানুষটার প্রতি।

২০২০ সালের ১০ই মে আমার প্রথম লেখা এস.ও. ডি নির্বাচিত হয় যা ছিলো মা দিবসকে কেন্দ্র করে। সেদিন গ্রুপে সবাই মাকে নিয়ে নিজেদের ভালবাসার অনুভূতি প্রকাশ করছিলো।  মজার ব্যাপার হলো সে লেখাটা এস.ও. ডি হওয়ার উদ্দেশ্য নিয়ে লেখা ছিল না কারণ তখন অব্দি আমার এস.ও ডি বিষয়ে ব্যাপক কোন ধারণা ছিল না একান্ত নিজের ভালোলাগা ভালোবাসা জায়গা থেকে সে লেখাটা লিখেছিলাম।  তারপর থেমে থাকিনি একটু একটু করে লিখে গিয়েছি। লেখায় সাহস, প্রেরণা পেয়েছি প্রিয় ফাউন্ডেশন এর সদস্যদের কাছ থেকে তাদের এক একটা কমেন্টস আমার কাছে ছিলো ভালবাসার আর অনুপ্রেরণা। এছাড়াও প্রিয় ফাউন্ডেশনে আরো কিছু প্রিয় নাম প্রিয় মুখ এ মুহূর্তে মনে পড়ছে যারা অনেক বেশি লেখালেখির ব্যাপারে আমাকে অনুপ্রেরণা দিয়েছেন। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আপনাদের সকলকে, আপনাদের সেই অনুপ্রেরণা, সাহস না পেলে হয়তো এত দূর আসা সম্ভব হতো না।

যারা এখনো নতুন বা এস ও ডি নিয়ে যাদের অভিজ্ঞতা এখনো পুরোপুরি হয়ে ওঠেনি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো
👇👇

উদ্যোক্তা হতে হলে নিজের ব্যান্ডিং জরুরি। ব্যান্ডিং ছাড়া নিজেকে প্রতিষ্ঠিত করার সহজ নয়। আমাদের সৌভাগ্য নিজেদের ব্যান্ডিং করার জন্য " নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশনে"_ স্ট্যাটাস অফ দ্যা ডে ফিচারের মত একটি ফিচার চলমান।

"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫০০
Date:- ০১/০৪/২০২১

নিঝুম আমিন
একজন গর্বিত ভলেন্টিয়ার
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন
৮ম/৭০৯৩
স্বত্বাধিকারি: Bivor - বিভোর
ফেনী জেলা

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।