আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
অভয়নগর উপজেলার অফলাইন মিট আপটি ছিলো অনেক প্রানবন্ত। চমৎকার উপস্থিতি প্রত্যেক উদ্যোক্তাদের খাবার গুলে এতো টেষ্ট আসলে কল্পনায় করা যায় না। আমাদের ফাউন্ডেশনের আপুরা ও ভাইয়ারা এতো সুন্দর খাবার তৈরী করেন।
এটা সম্ভব হয়েছ আমাদের মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের জন্য কারন কেউ কাউকে চিনিনা জানিনা তবুও মনে হয় সবায় সবার আপন ভাই বোন।
জেলা উপজেলা, দেশ প্রবাসের সাথে এই যে নেটওয়ার্ক তৈরি করে দিয়েছেন তিনি আমাদের মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যার। কৃতজ্ঞতা জানায় স্যার কে এতো সুন্দর একটা ফাউন্ডেশন তৈরী করে দেওয়ার জন্য। সকলের জন্য শুভকামনা রইল।
আজাদ এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে সবায় কে অভিনন্দন রইল।
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।