আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন,
০৭/০৭/২০২৩ তারিখ জাগ্রত কিশোরগঞ্জ জেলা ২০০০ তম দিন উদযাপন উপলক্ষে এক ফিজিক্যাল মিটআপ এর আয়োজন করা হয়, উক্ত মিটআপ ফাউন্ডেশনের গন্যমান্য সকল অফলাইন হিরো একত্রিত হয় উদ্যোক্তা ক্লাবে। তার পর জাগ্রত কিশোরগঞ্জ জেলার ২০০০ তম দিন উদযাপন কে বেগবান করার জন্য এবং ২০০০ তম মিটআপ কে সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য জাগ্রত কিশোরগঞ্জ জেলার একজন শোনাম ধন্য বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান ভাই এর স্বরণাপর্ন হয়, দীর্ঘ সময় নিয়ে প্রিয় ভাই খুবি চমৎকার এক দিক নির্দেশনা দেন, উক্ত দিক নির্দেশনা থেকে ২০০০ তম দিন উদযাপন উপলক্ষে এক চুড়ান্ত বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।
ইনশাআল্লাহ জাগ্রত কিশোরগঞ্জ জেলা ২০০০ তম দিন উদযাপন খুবি চমৎকার ভাবে সম্পূর্ণ হবে সেই আশাই ব্যাক্ত করছি।
আলহামদুলিল্লাহ খুবি চমৎকার ভাবে ফিজিক্যাল মিটআপ টি সম্পূর্ণ হলো।
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।