অসাধারণ কিছু সময় কাটলো নোয়াখালী সদর উপজেলার উদ্যোক্তা বোনদের সাথে।সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠেছে চা এর আড্ডা।এমন ছোট ছোট মিট আপ গুলো নিজেদের মধ্যে দারুণ একটা ব্র্যন্ডিং তৈরি করে।পরিচিতি বাড়ে একে অন্যের সম্পর্কে জানতে পারি এবং কাজ সম্পর্কে জানার কারণে সহজে একে অন্যের ক্রেতা হতে পারি।কারণ সাধারণত আমরা যাকে চিনি তার থেকেই কিনি। Shorna Marjahan আপুর সৌজন্যে মূলত চায়ের আড্ডার আয়োজন করা হয়।দারুন সময় কেটেছে আপনাদের সান্নিধ্যে সবার প্রতি অফুরন্ত দোয়া আর ভালোবাসা
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।