See More Post

মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলা।

🕌বিসমিল্লাহির রাহমানির রাহিম

🕌আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু

❤️আমার জীবনের গল্পটা পড়ার বিনীত অনুরোধ রইল

🌷আমি সর্ব প্রথম মহান  রব্বুল আলামীনের প্রতিশুকরিয়া জ্ঞাপন করছি , যিনি আমাকে আজ পর্যন্ত সুস্থ রেখে আপনাদের মাঝে কথা বলার সুযোগ করে দিয়েছেন,।

🌷হাজারো দরুদ ও সালাম  প্রেরন করছি মহান মানবতার মুক্তির দিশারী হযরত মোহাম্মদ (সা:) এর প্রতি।

🌹 আমি আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার জন্মদাতা মা ও বাবার প্রতি যার অক্লান্ত পরিশ্রমে আমাকে লালন পালন করে বড় করেছেন।
মায়ের ভালোবাসার চেয়ে কোন  ভালোবাসা বড় নয় বাবার যত্নের যেকোনো যত্ন বড় নয়।

❤️ আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের প্রিয়  শিক্ষক  মেন্টর   স্বপ্নদ্রষ্টা লাখো যুবকের আইকন মানবতার ফেরিওয়ালা এ সময়ের সেরা আবিষ্কার জীবন্ত কিংবদন্তি, @ Iqbal Bahar Jahid  স্যারের প্রতি,
যার অক্লান্ত পরিশ্রমে ভালোবাসার একটি প্লাটফর্ম পেয়েছি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এখানে নিজের পরিচিতি  ও ব্যান্ডিং  কথা বলার জড়তা কাটানোর যায়, লাখো বেকার যুবক নিজের বলার মতো গল্প তৈরি করতে পারছে এবং নিজে একটি উদ্যোক্তা হতে পারছে এবং লাখ বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে এই  প্ল্যাটফর্ম থেকে।
স্যারের প্রতি ভালোবাসা ও দোয়া সব সময় স্যার যেন আমাদেরকে আরো ভালো ভালো সেশন ক্লাস উপহার দিতে পারে।  প্রিয় স্যার দিনরাত পরিশ্রম করে আমাদেরকে উদ্যোক্তা হতে সাহায্য করতেছে  এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে  স্যার অনেক ভূমিকা পালন করছে।  আবারো স্যারের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা অবিরাম।

🌹ভালোবাসা রইল🌹 #নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশনের সকল দায়িত্বশীল ব‍্যক্তিবর্গ এবং সকল আজীবন সদস্যদের প্রতি। সকলের সুস্থ্যতা ও দীর্ঘআয়ু কামনা করছি।আশা করি সবাই আমার পাশে থাকবেন।

❤️:জীবনের গল্প::❤️
মানুষের জীবন খুব অদ্ভুত। যেখানের আঁকে-বাঁকে ভরপুর বিচিত্রতা। আর এই বিচিত্র জীবনে ঘটে অসংখ্য সব বিচিত্র ঘটনা। হাসি-কান্না, আনন্দ-বেদনা, দুঃখ-সুখ, ভালো-মন্দের মিশেলে এগিয়ে চলে জীবন খরস্রোতা নদীর মতো। কখনো মুক্ত পাখির মতো, কখনওবা চুপসে যাওয়া ফুলের মতো। হারিয়ে যায় কত চেনা মুখ, কতশত স্মৃতি। নীল নীলিমায় দূরে কোথায় মন যে হারায় ব্যাকুলতায়। একটা কথা-ই মন জানতে চায়, ‘মন কেন স্মৃতির পাহাড় হাতড়াই’।
কিন্তু বাস্তব খুব কঠিন  । আসলে বাস্তবই সব, কল্পনা নিছক একটা মায়া। কল্পনা যদি সত্যি হতো, মানুষের দুঃখ-কষ্ট কিছুই থাকতো না। তবে কষ্ট যে সবসময় খারাপ লাগে তা নয়। অনেক সময় কষ্ট পেতেও অনেক ভালো লাগে। কেন ভালো লাগে তা জানি না...!
মানব জীবন বড়ই বিচিত্র। প্রত্যাশা প্রাপ্তির বিষয়গুলো বেশ জটিল। কার জীবনে কখন কীভাবে কী ঘটবে সেটা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারে না। সব সময় যোগ্যতা দক্ষতা আর অভিজ্ঞতা দিয়ে জীবনের সব প্রাপ্তি অর্জন সম্ভব নয়, চেষ্টা করলে মানুষ সব কিছু অর্জন করতে পারে না। তারপরও চেষ্টা করতেই হয়, সব কিছু  পাশ কাটিয়ে এগিয়ে যেতে হয় । তবেই মিলবে জীবনের সার্থকতা।
সংক্ষিপ্ত আকারে কিছুটা অংশ ভালোবাসার মানুষদের সাথে আজ শেয়ার করব।

🌹আমি মোহাম্মদ জাহিদ বাবু আমার জীবনের গল্প থেকে কিছু অংশ শেয়ার করছি প্রিয় ভাই ও বোনদের সাথে আশা করি সবাই পড়বেন।

🌹 নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর সকল ভাই বোনদের উদ্দেশে আমার আজকের লেখা, আমার  পরিবারের বাইরে আরেকটা পরিবার আছে সেটা হলো নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর সকল ভাই ও বোনেরা। সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা ও কৃতজ্ঞতা রইলো।

🌹শৈশব   ও জন্ম 🌹
আমি জন্মগ্রহণ করেছি অজোপাড়া একটি গ্রামে   তরফ পাহাড়ী থানা সাদুল্লাপুর জেলা গাইবান্ধা। ঐ জেলায় আমার  নানার বাড়ি, আমার বাবার বাড়ি গাজীপুর  সদর। আমি জন্মগ্রহণ করি  1986 সালের  6 এপ্রিল মাসে   ভাগ্যক্রমে পরিহাসে আমি প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করেছিলাম আমার পা দুটোই নষ্ট ছিল ডাক্তারের  ভাষায়  এই রোগকে বলা হয়  পোলিও। এরপর আমার বাবা-মা বিভিন্ন ডাক্তারের কাছে যায়  পরামর্শ নিয়ে রোগের  কোন প্রতিকার হয় কিনা।  ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করত এক পর্যায়ে ডাক্তারের কাছে যে আমারে রোগটি বলার পরে, আমাকে  অপারেশন করতে বলে , পরে কিছুটা শারীরিকভাবে সুস্থ হই, দুই বছরের মাথায় আমার পা টি ঠিক হয় কিন্তু একপায়ে এখনো একটু সমস্যা থেকে যায়। আল্লাহর রহমতে এখন আমি সুস্থ আছি।

                🌹ছাত্র  জীবন 🌹
আমার ছাত্র জীবন শুরু হয় আমার শৈশব কাল থেকেই,, বাবা এবং মার চাকরির সুবাদে কিছুদিন পর আমরা ঢাকায় এসে পড়ি, ঢাকায় একটি সরকারি স্কুলে আমি প্রাইমারি তে ভর্তি হই, সেখান থেকে প্রাইমারি পাশ করি, এরপর গাজীপুরে একটি সরকারি  মাধ্যমিক  স্কুল থেকে SSC  পাস করি, লেখাপড়া ভালো মনোযোগী থাকার কারণে SSC  তে ভালো রেজাল্ট হয় , এবং
একটি সরকারি কলেজে ভর্তি হয়।   ওই কলেজ থেকে   HSC পাশ করি, HSC পাশ করার পরে আমার পুনরায় আমার পায়ের  ব্যাথা অনুভব করতে পারি। তারপর আমার লেখাপড়া  কন্টিনিউ করতে পারিনা, সেখান থেকে লেখাপড়া বন্ধ হয়ে যায়।

          🌹বৈবাহিক জীবন 🌹
প্রতিটি মানুষের জীবনে একটা সুখের মুহূর্ত আসে আমার জীবনেও এসেছে ২০১৬ সালে।সেটা হয়েছে আমার বিবাহিত জীবনে। আমার সহধর্মিনী কে প্রথম দেখাতে আমার ভালো লাগে এবং আমাদের পরিবারের সবাই পছন্দ করে। তাই প্রথম দেখাতে আমাদের বিয়ে হয়ে যায়। কিন্তু কি ভাগ্যের খেলা,বিয়ের ৬ মাসে পরে আমাকে জীবন সংগ্রামে নামতে হয়।
জীবনে সুখের মুহূর্ত গুলো কাটাতে পারিনি,বাঁচার তাগিদে। এক বছর পর বাড়িতে যাই। জীবনের সুখের মুহূর্তই গুলো আবার খুজে পাই এবং এর দুই বছর পর আমি প্রথম মেয়ে সন্তানের বাবা হই, তখন আমার মনে হচ্ছে পৃথিবীর সব থেকে সুখী আমি,আমার মত সুখী আর কেউ নেই।

🌹পারিবারিক    জীবন 🌹
আর দশটা পরিবারের মতো আমাদের পরিবার ও সচল ভাবে জীবন যাপন করেছিল, বাবা  মার চাকরির সুবাদে আমরা অনেক সুখে ছিলাম। কিন্তু ভাগ্যের কি পরিহাস কিছুদিন পর বাবার অবসর হয় এবং আমার মাও খুব অসুস্থ হয়ে পড়ে। আমার মার চিকিৎসা বাবদ অনেক টাকা খরচ হয় তারপর
আমাদের পরিবারে  আর্থিক সমস্যা দেখা দেয়,
  শত কষ্টের মাঝে আমার  পরিবারের মা এবং বাবা ভাই বোনদের সাথে আছি,।ইনশাআল্লাহ মৃত্যুর আগে পর্যন্ত মা এবং বাবার সাথে থাকবো।

      
🌷শুরু হলো নতুন পথ চলা 🌷

💞আমি এইচ,এস,সি পাশ করার  পর, আমার পুনরায় পায়ের সমস্যাটি উপলব্ধি করতে পারি, ডাক্তারকে দেখানোর পর আমার পা আবার ডাক্তার অপারেশন করতে বলে, দীর্ঘদিন অসুস্থতা থাকার কারণে আমার লেখাপড়া আর কন্টিনিউ করতে পারি নাই।  তখন আমার বাবা আমার বড় ভাইয়ের ব্যবসা পরিচালনা করতে দেয়  তারপর আমার বড় ভাইয়ের ব্যবসা পরিচালনা করতে  থাকি ।
ভাইয়ার সাথে বিনা বেতনে আট বছর কাজ করি তখন আমি ব্যবসার ধরন বুঝতে পারি এবং ব্যবসা করার জন্য আগ্রহী হই ।
তারপর বাবা আমাকে 2016 সালে গ্রামের বাড়িতে ঘুরতে নিয়ে যান এবং বিয়ের কার্য সম্পাদন করি,ওখান থেকে এসে ছয় মাস পর ব্যবসা করতে চাই তখন বড় ভাই ও বাবা রাগ করেন ।
মূলধন ছাড়া ব্যবসা করা সম্ভব না, কিন্তু সে সময় আমার আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, কারন আমি ভাইয়ার ব্যবসা দেখতাম কিন্তু সে আমাকে কোনো টাকা দিতেন না।
তারপর চাকরী করার জন্য চাকুরী খুঁজতে লাগলাম,কিছুদিন পর সহকারী স্টোর অফিসার হিসাবে আমি একটা  চাকরি পেলাম।
তখন আমার স্ত্রীকে তার বাবার বাড়িতে পাঠিয়েদিলাম প্রায় ২ বছর ৮ মাস চাকরি করে কিছু টাকা সঞ্চয় করলাম,
তারপর আমার মেঝ ভাইয়ের সাথে যোগাযোগ করলাম আমার মেঝ ভাইয়ের ব্যবসা খুব উন্নত ছিল। 
মেঝ ভাইয়ের সাথে কথা বলে কিছু টাকা তাকে দিয়ে আমি ব্যবসা ধরলাম।  
ভাইয়া কোম্পানির  সাথে কথা বলে ধাপে ধাপে আমাকে বাকীতে প্রায় ২০ লক্ষ টাকার পণ্য বাকী দিতে থাকে। ইলেকট্রনিক্স, ফার্নিচার ও প্লাস্টিক  আইটেমের পণ্য। আমি প্রায় ২০ লক্ষ টাকা পরিশোধ করি ২ বছরের মধ্যে। এরপর বিশ্ব জুড়ে চলে আসে  করোনা ভাইরাস নামক মহামারী,ব্যবসার অবস্থা দিন দিন খুব খারাপ হতে থাকে।
আমি ভেঙ্গে পরি,কিন্ত হাল ছেড়ে দেই নি এভাবেই আমার ব্যবসা চলতে থাকে।

      🌹আমার স্বপ্ন 🌹
আমার স্বপ্ন বড় কিছু নয়, আমি একজন সফল উদ্যোক্তা এবং সফল মানুষ হতে পারি,। বেকার যুব সমাজের মাঝে বেকারত্ব দূর করতে পারি, অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারি, পরিবার নিয়ে ভালো থাকতে পারি।
দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারি, মৃত্যুর আগে পর্যন্ত যেনো  ভালো মানুষ হিসেবে থাক  পারি,।
ইনশাআল্লাহ সফল উদ্যোক্তা না হওয়া পর্যন্ত লেগে থাকব এবং নিজের সফলতা অর্জন করব।

  🌹 ফাউন্ডেশনের যুক্ত 🌹
ইউটিউবে কিছু টিউটোরিয়াল ভিডিও দেখতে গিয়ে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ভিডিওটি দেখতে পাই, @ ইকবাল বাহার জাহিদ স্যারের ভিডিও গুলো দেখে আমার মনে  কথাগুলো  গেঁথে যায় এবং  ভিডিওটি দেখে ভালো লাগা কাজ করে সেখান থেকে ফাউন্ডেশনের যুক্ত হবার জন্য আগ্রহ প্রকাশ করি।
একদিন দেখি ফেসবুকে রেজিস্ট্রেশন করার জন্য, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকে পোস্ট করে এবং আমি ১৭ তম ব্যাচে রেজিস্ট্রেশন  করি।
রেজিস্ট্রেশন জন্য সহযোগিতা করেন আমেনা আত্তারী রিতা আপু এবং
অতন্দ্র গাজীপুর জেলার এম্বাসেডর ও মডারেটর   ইউসুফ হোসেন তন্ময় ভাইয়ের সহযোগিতায় আমি রেজিস্ট্রেশন করতে সক্ষম হই,তিনিই গাজীপুর ম্যাসেঞ্জার গ্রুপে যুক্ত করে দেন, তার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ জানাই।

🌹এই প্লাটফর্মে যুক্ত হয়ে যা শিখতে পেরেছি তা হচ্ছেঃ-
🌿একজন ভালো মানুষ হওয়া।
🌿মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলা।
🌿অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ।
🌿ধৈর্যশীল হতে পেরেছি।
🌿অল্পতে ভেঙ্গে না পরা।
🌿কাজের প্রতি প্রেমে পড়া।
🌿মানবিক কাজে মানুষকে রক্তদান করা।
আরও অনেক কিছু শিখতে পেরেছি তা একমাত্র সম্ভব হয়েছে স্যারের জন্য এবং এই প্লাটফর্মের মাধ্যমে। তাই আমি স্যারে প্রতি  অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি ।

💞,অতন্দ্র গাজীপুর জেলার কোর ভলান্টিয়ার ও মডারেটর এবং জেলা এম্বাসেডর  ও উপজেলা এম্বাসেডর , কমিউনিটি  ভলান্টিয়ার    আজীবন সদস্যগণ সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা অবিরাম। , সবাই সবাইকে অনেক ভালবাসে এবং সহযোগীতা করে সকলের
অনুপ্রেরণায় আমার পথ চলা। অতন্দ্র গাজীপুর জেলার সকল দায়িত্বশীল ভাই বোনেরা সত্যিই প্রকৃত পক্ষে  মহৎ মানুষ তাদের কোন তুলনা হয় না ,সুন্দরভাবে অতন্দ্র গাজীপুর টিমকে নির্দেশনা ও ভালবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

💞আমার জীবনের গল্প লিখতে খুঁজে পেলাম নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন,আমি জনাব, ইকবাল বাহার জাহিদ" স্যারের প্রতিটি কথা বুকে ধারণ করে চলার চেষ্টা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

🌹যারা ধৈর্য্য সহকারে আমার এই লেখাটি সম্পূর্ন পড়েছেন তাদের প্রতি আমার অন্তর অন্তর স্থল থেকে আন্তরিক ভালবাসা ও অসংখ্য ধন্যবাদ রইল। সেই সাথে সকল ভাই ও বোনদের সুস্থতা কামনা করছি।
লেখার মাঝে ভূলত্রুটি গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।


📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৮৯১
তারিখ ২৯-১০-২০২২ইং


❤ধন্যবাদান্তে ❤
🌿নাম: মোহাম্মদ জাহিদ বাবু
🌿২৪/৭ লাইভ সাপোট টিম মেম্বার
🌿ব্লাড ম্যানেজমেন্ট টিম মেম্বার
🌿ব্যাচ নং ১৭ তম
🌿রেজিস্ট্রেশন নংঃ৮৭১৪০
🌿জেলাঃঅতন্দ্র গাজীপুর।
🌿বর্তমান অবস্থানঃকোনাবাড়ী,গাজীপুর।
🌿বিজনেস পেজ লিংকঃ https://www.facebook.com/atozbazaronlineshop

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।