See More Post

Nazma Akter Mila বলেন আমি ছোট বেলা থেকে স্বপ্ন দেখতাম আমি নিজের পায়ে দাড়াবো।

বিসমিল্লাহির রাহমানির রাহিম 

আসসালামু আলাইকুম 

✅✅✅

এগিয়ে যাচ্ছে নিজের বলার মত একটা গল্প  প্লাটফর্ম তারই সাথে এগিয়ে যাচ্ছে নিজের বলার মত একটা গল্প প্লাটফর্মের নারী উদ্যোক্তারা।  Nazma Akter Mila  একজন নারী উদ্যোক্তা তিনি তিন বছর আগে অনলাইন অফলাইন  বিজনেস শুরু করেন শ্রীমঙ্গল মৌলভীবাজারে, কিন্তু ঠিক লাভের মুখ দেখছিলেননা তার বিজনেসটা বন্ধ  হয়ে গিয়েছিল।  নিজের বলার মতো একটা গল্প গুরুপে জয়েন করে ৯০ দিনের কোর্সটি কম্পিলিট করে, সব হতাশা থেকে বাহির হয়ে আসেন,  নিজেকে নতুন ভাবে উজ্জীবিত করে তার পুরাতন বিজনেসটা আবার নতুন ভাবে শুরু করেন।  

✅✅✅

Nazma Akter  Mila  বলেন আমি ছোট বেলা থেকে স্বপ্ন দেখতাম আমি নিজের পায়ে দাড়াবো। তাই একটু একটু করে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছি। এই নিজের বলার মত একটা গল্প  আমাকে আবার নতুন করে স্বপ্ন দেখিয়েছে কি করে সামনে এগিয়ে যেতে হবে।

✅✅✅

আমাদের প্লাটফর্মের সম্পর্কে  তার অনুভূতি  জানতে চাইলে তিনি বলেন।  আমি প্রথমে আমাদের সকলের মেন্টর জনাব ইকবাল বাহার  স্যারকে জানাই আমার অন্তর থেকে হাজার কোটি সালাম এবং আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আজ এত সুন্দর প্লাটফর্ম স্যারের কারনে খুঁজে পেয়েছি। আমি এক সময় অনেক হতাশ ছিলাম। স্যারের এই প্লাটফর্ম আমাকে হতাশা কাটাতে শিখিয়েছে। এখানে এসে আমি অনেক কিছু পেয়েছি। আমি শুরু করে দিয়েছি আমার স্বপ্বের পথ ধরে হাটা। সবাই আমার জন্যে দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। 

✅✅✅

কি কি পণ্য বা সেবা নিয়ে কাজ করছেন  জানতে চাইলে আপু বলেন।  বর্তমানে আমি লেডিস আইটেম নিয়ে কাজ করছি। বর্তমানে  আমার অফলাইনে  ও অনলাইনে অনেক সেল হচ্ছে।  গুরুপের প্রিয় ভাই ও বোনদের  কাছে ৮০% সেল হচ্ছে।  

✅✅✅

আপনার  বিজনেসে আরও উন্নতি করার জন্য কি কি স্কিলস বা সহযোগিতা প্রয়োজন জানতে চাইলে আপু বলেনঃ আমার মূলধন আরও প্রয়োজন। আমি কাষ্টমারের সব চাহিদা পূরন করতে পারছিনা মূলধন কম বলে।

✅✅✅

 জানতে চাই Nazma Akter Mila আপুর কাছে আপনার জীবন মান ও মানুষ হিসেবে আপনি আমাদের গুরুপরে কল্যানে  কতটা পরিবর্তন হয়েছেনঃ

তিনি বলেন আলহামদুলিল্লাহ আমি নিজেকে অনেক পরিবর্তন করেছি এই গ্রুপে এসে।

✅✅✅

নিচে আপুর পেইজ এর লিংক দেওয়া আছে আপনাদের কারো লেডিস আইটেম লাগলে আপুর সাথে যোগাযোগ করতে পারেন।  আসেন আমরা সবায়  একে অন্যার থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস গুলা কিনি। 

https://bit.ly/2tOz3bI।

নাম ঃ নাজমা আক্তার (মিলা) 

ব্যাচ নং অষ্টম। 

রেজিষ্ট্রেশন নং ৪২০০

শ্রীমঙ্গল মৌলভীবাজার।


SOD No: 167

Date: 17.03.2020


ধন্যবাদান্তে 

✅✅✅

আমি ওয়ায়েস করনি (জুয়েল) 

জেলাঃ কুমিল্লা। 

রেজিঃ ১৩৪০.

সদস্যঃ " রিসার্চ অ্যান্ড প্রোমোশন টিম "

বর্তমান অবস্থানঃ মতিঝিল জুনের এরিয়া  ঢাকা। 

মোবাইলঃ ০১৯২০৪২২০৩৫

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।