See More Post

NRB বাহরাইন টিমের ১০০ তম অনলাইন মেঘা মিটাপ উদযাপন অনুষ্ঠান

আলহামদুলিল্লাহ, " নিজের বলার মত একটা গল্পফাউন্ডেশন এন আর বি বাহরাইন টিম এর উদ্যোগে বাহরাইনে দ্যা লজ স্যূটএর সম্মেলন কক্ষে ১০০ তম অনলাইন মেঘা  মিটাপ উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়। 

অনুষ্ঠানের শুরুতে নব নিযুক্ত কমিউনিটি ভলন্টিয়ার রাজ নোমান কোরাআন তেলোয়াত করেন,এরপর জাতীয় সংগীত এরমাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। 

কান্ট্রি এম্বাসেডর ইয়াছিন আরাফাত এর সভাপতিত্বে ইসমাইল পলাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনবাংলাদেশ সোসাইটি বাহরাইন এর সহ সভাপতি জনাব মাজাহারুল হক নয়নবিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটিবাহরাইন এর সমাজ সেবা সম্পাদক আব্দুল মোমিন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেনমডারেটর  কান্ট্রি এম্বাসেডর আবুতাহের। 

এন আর বি বাহরাইন টিম এর প্রতিবেদন উপস্থাপন করেন কান্ট্রি এম্বাসেডর সানি রাফিফাউন্ডেশন নিয়ে তথ্য উপস্থাপনকরেন জহির আহাম্মেদ পারভেজ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা  চেয়ারম্যান  Iqbal Bahar Zahid স্যার এবং বাংলাদেশ সোসাইটি বাহরাইন এর সভাপতি আসিফ আহাম্মেদ ভাই। 

এছাড়া উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর  কান্ট্রি এম্বাসেডর মোহাম্মদ রাসেলনুরুন্নবী কমিউনিটি ভলন্টিয়ার রাজিব ইসলাম ,অনলাইন মিটাপে দেশ ভিবিন্ন জেলাথেকে কোর ভলন্টিয়ার,মডারেটরকান্ট্রি এম্বাসেডরডিষ্ট্রিক্ট এম্বাসেডর,কমিউনিটি ভলন্টিয়ার  আজীবন সদস্য রা উপস্থিতছিলেন। ইকবাল বাহার জাহিদ স্যারের এর উপস্থিতিতে অতিথিদের মাধ্যমে অনুষ্ঠানে  জন কে সেরা ভলন্টিয়ার স্মারক প্রদানকরেন।

 

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।