About Us
- Home
- About Us


“৬৪ জেলা ও ৫০ টি দেশ থেকে ৫৪৪,৪৩৪ জন তরুণ-তরুণীকে নিয়ে টানা ৯০ দিন ব্যাপী উদ্যোক্তা তৈরি ও মূল্যবোধ চর্চার অনলাইন প্রশিক্ষণ কর্মশালা ”
“নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন", সোসাইটি রেজিস্ট্রেশন দ্বারা প্রত্যয়িত।
রেজি. নং: S-13399/2020.
নিজে স্বপ্ন দেখি ও তরুণদের স্বপ্ন দেখাই – এটা আমার সামাজিক দায়বদ্ধতা যা আমি কোন প্রকার পারিশ্রমিক ছাড়া করি এবং প্রতিদিন ৫-৬ ঘণ্টা সময় ব্যয় করি এই কাজে। প্রায় অসম্ভব একটি স্বপ্ন আজ সারা বাংলাদেশের ৬৪ জেলার ও ৫০টি দেশের প্রবাসী বাংলাদেশী সহ ৫০০,০০০ তরুণ-তরুণীদের মাঝে ছড়িয়ে গেলো।
৪টি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করে অনলাইন প্লাটফর্ম “নিজের বলার মতো একটা গল্প” – “চাকরী করবো না চাকরী দেব” ঃ
১। উদ্যোক্তা বিষয়ক অনলাইনে টানা ৯০ দিন করে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান অর্থাৎ একজন ইয়ুথকে উদ্যোক্তা হতে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান এবং ৬৪ জেলায় ও ৫০ দেশে উদ্যোক্তা মিট আপ ও সম্মেলন।
২। মূল্যবোধ, লিডারশীপ, ১০টি বিষয়ে স্কিলস ও একজন ভালোমানুষ হয়ে উঠার চর্চা কেন্দ্র।
৩। বাংলাদেশের ১০০০ ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য “নিজের বলার মতো একটা গল্প উদ্যোক্তা ক্লাব” - "বেকার থাকবো না একদিনও"
৪। ভলান্টিয়ারিং শেখা ও চর্চা এবং সোশ্যাল ওয়ার্ক ও মানবিক কার্যক্রম
গত ২৬ শে অগাস্ট ২০২০ “নিজের বলার মতো একটা গল্প” প্লাটফর্ম ফাউন্ডেশন হিসেবে নিবন্ধিত হয়েছে, সোসাইটি এক্ট ২১, ১৮৬০ সাল (নং এস-১৩৩৯৯/২০২০)
গত ১৪৫০ দিন ধরে ১৪ টি ব্যাচের মাধ্যমে চলেছে আমাদের এই অনলাইন কর্মশালা। একদিনের জন্যও আমাদের এই কর্মশালা বন্ধ ছিল না, শুক্রবার, শনিবার, সরকারী ছুটি এমনকি ঈদের দিনও আমরা সেশান করেছি। এটা সারা বিশ্বে একটি ইতিহাস – এত লম্বা এবং টানা ৯০ দিনের এক একটা ব্যাচ ও টানা ৪ বছর কোন প্রশিক্ষণ কর্মশালা পৃথিবীতে কেউ কোনদিন করেনি। এবং বাংলাদেশে প্রথম বারের মতো “সাপ্তাহিক অনলাইন হাট” এই প্লাটফর্মে চালু হয়েছে।
আমরা শুধু স্বপ্ন দেখাইনি, কিভাবে স্বপ্নকে বাস্তবায়ন করতে হয় তা শিখিয়েছি টানা ৯০ দিন ধরে এক একটি ব্যাচে। ৯০ দিন ধরে আমি শুধু উদ্যোক্তা হবার সকল কলা-কৌশল শিখাইনি, শিখিয়েছি কিভাবে একজন ভালোমানুষ হয়ে বুক ফুলিয়ে বাঁচে থাকতে হয়, কিভাবে সমাজের জন্য ও দেশের জন্য কাজ করতে হয় এবং সফল হতে হলে দরকার মা-বাবার দোয়া।
গত ১৪৫০ দিনে একদিনের জন্যও আমাদের এই অনলাইন কর্মশালা বন্ধ ছিল না, যা একটি ইতিহাস। এটা শুরু হয়েছিল জানুয়ারি ১, ২০১৮ তে মাত্র ১৬৪ জন তরুণদের নিয়ে বাংলাদেশের ৬৪ জেলা থেকে, যার শিক্ষার্থীর সংখ্যা এখন ৫৪৪,৪৩৪ এরও বেশী।



জীবনের সবচেয়ে বড় অর্জন একজন ভালোমানুষ হয়ে বেঁচে থাকা।





সম্পূর্ণ বিনা ফি তে এই অনলাইন প্রশিক্ষণ কর্মশালার ১৪৫০ দিনের অর্জন ঃ
সম্পূর্ণ বিনা ফি তে এই অনলাইন প্রশিক্ষণ কর্মশালার ১৪৫০ দিনের অর্জন ঃ
# আমরা ১৫টা ব্যাচ শেষ করেছি টানা ৯০ দিন করে, চলছে ১৬ তম ব্যাচ
# বাংলাদেশের ৬৪ জেলার ৫৪৪,৪৩৪ তরুণদের বিশাল নেটওয়ার্ক তৈরি করেছি, যার মধ্যে ৯০,০০০ জন নারী
# বিশ্বের ৫০ টিরও বেশী দেশের প্রবাসী বাংলাদেশীরা যুক্ত আছে আমাদের এই প্লাটফর্মে।
# ৩০০ জন সফল ও গুণী মানুষকে এনে তাঁদের জন্য অনলাইনে কর্মশালা করেছি। এই কৃতি মানুষগুলোর কাছে কৃতজ্ঞ।
# প্রায় ৭০,০০০ উদ্যোক্তা তৈরি করেছি, যার মধ্যে ৯০০০ জন নারী উদ্যোক্তা
# বাংলাদেশে এই প্রথম ৬৪ জেলা নিয়ে শুরু হয়েছে “নিজের বলার মতো একটা গল্প” প্লাটফর্মের "সাপ্তাহিক অনলাইন হাট" - প্রতি মঙ্গলবার, সকাল ৯ টা থেকে রাত ৯ টা - টানা ১২ ঘণ্টা।
করোনার এই ভয়াবহ সময়ে যখন সবাই তাঁদের বিজনেস নিয়ে চিন্তিত, অনেকের সেল প্রায় বন্ধ তখন "নিজের বলার মতো একটি গল্প" আমাদের উদ্যোক্তাদের জন্য নিয়ে এলো একটা অপার সুযোগ ও সম্ভাবনা, আবার ঘুরে দাঁড়ানোর ! একই সঙ্গে সুযোগ করে দিল ক্রেতাদের জন্য অনলাইনে কেনাকাটার। “আমরাই ক্রেতা আমরাই বিক্রেতা” এই স্লোগানে বেশ জমে উঠেছে এই অনলাইন হাট। যেখানে প্রতি মাসে গড়ে ১ কোটি টাকারও বেশী অর্ডার কেনা বেচা হয়, যা আগামী ৬ মাসের মধ্যে ১ কোটি ছাড়িয়ে যাবে। এই প্লাটফর্মের সদস্যরা তাঁদের ক্রেতা-বিক্রেতা। আমাদের উদ্যোক্তারা আমাদেরই প্লাটফর্ম থেকে তাঁদের মাসিক বিক্রয়ের ৩০%-৯০% সেল পাচ্ছে, কারণ আমাদের লাখো শিক্ষার্থী তাঁদের ক্রেতা।
# এখানে প্রতিদিন গড়ে ১২০,০০০ এরও বেশী কমেন্ট আদান প্রদান হয়, যার ১০০% পজিটিভ চিন্তা।
# গত ১৪৬০ দিনে আমরা ৫৪৪,৪৩৪ পজিটিভ মানুষ ও ভালোমানুষের চর্চা করতে পেরেছি।
# সারা বাংলাদেশের ৬৪ জেলা ও ৫০টি দেশে আমাদের আছে ৩০০০ ভলান্টিয়ার।
# প্রতি সপ্তাহে সারা দেশে ও বিদেশে মিটআপের মধ্য দিয়ে চলছে আর অফলাইন কার্যক্রমও, এই পর্যন্ত ৩০০০ মিট আপ ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মানবিক ও সামাজিক কাজ ঃ
# বগুড়ার একজন অসহায় গৃহহীনকে ১টা ঘর বানিয়ে দেয়া হয়েছে - ২০১৯
# ২ জন গরীব তরুণকে ৫০,০০০ টাকা ও অন্য ৪ জনকে ২৫,০০০ টাকা করে মূলধন দিয়ে ব্যবসা দাড় করতে সাহায্য করা হয়েছে - ২০১৮।
# দেশের ৬৪ জেলায় সবাই মিলে প্রায় ৩৫,০০০ গাছ, ২০ হাজার ব্যাগ রক্ত ও ১৫,০০০ অসহায় শিশু ও বৃদ্ধকে ১ বেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে ২০১৮-২০২০।
# দেশের ৬২ জেলায় সবাই মিলে একযোগে গত রমজানে প্রায় ১৫,০০০ এতিম, অসহায় শিশু ও বৃদ্ধকে ইফতার করানো হয়েছে -২০১৯।
# দেশের বিভিন্ন জেলায় বন্যা কবলিত ১০ টি পরিবারের মাঝে তাঁদের ভেঙ্গে যাওয়া ঘরের জন্য টিন বিতরণ ও প্রায় ১৫০০ পরিবারের জন্য খাদ্য সামগ্রী বিতরণের ব্যবস্থা করা হয়েছে - ২০১৯।
# দেশের বিভিন্ন জেলায় শীতার্তদের মাঝে প্রায় ৬০০০ কম্বল বিতরণের ব্যবস্থা করা হয়েছে - ২০২০।
# এই করোনায় ৪০ জেলায় প্রায় ৮০০০ পরিবারকে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে - ২০২০।
# এই বন্যায় ১৪ টি জেলায় প্রায় ২০০০ মানুষকে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে - ২০২০।
# ৬৪ জেলায় প্রায় ৫ লাখ বই নিয়ে ৬৪ টি লাইব্রেরী গঠনের প্রক্রিয়া চলছে।
৯০ দিন ধরে শেখা, পার্টনার পাবার সুযোগ, ব্যবসা করা, কেনাবেচার সুযোগ, ভলান্টিয়ারিং, সামাজিক কাজ এবং ভালোমানুষি চর্চা সব একসাথে একই প্লাটফর্মে, এরকম সুযোগ আমাদের দেশে আর কোথাও নেই !






বৃষ্টি সবার জন্যই পড়ে তবে ভিজে কেউ কেউ।।







আমাদের লক্ষ্য আগামী ২ বছরের মধ্যে ৫০০,০০০ মানুষের কর্মসংস্থান তৈরি করা অন্তত ২০০,০০০ উদ্যোক্তা হওয়ার মধ্য দিয়ে। “চাকরী করবো না চাকরী দেব”
প্রায় ৭০,০০০ জন উদ্যোক্তা হবার জন্য ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। যারা বিজনেস বন্ধ করে দিয়েছিলেন তাঁরা আবার শুরু করেছেন, যারা আগে শুরু করা বিজনেসে ভাল করছিলেন না তাঁরা এখন আলোর মুখ দেখতে শুরু করেছেন এবং অনেকে ভেবেছিলেন জীবনে চাকরী করা ছাড়া তাঁকে দিয়ে আর কিছু সম্ভব নয়, তিনিও চাকরী ছেড়ে উদ্যোক্তা হবার কথা ভাবছেন, কেউ কেউ শুরু করে দিয়েছেন।
যারা স্বপ্ন দেখেন নিজে কিছু একটা করতে চান, পরিশ্রম করতে চান, যাদের কোন তাড়াহুড়া নাই ও নিজের জীবনটাকে বদলে চান – আমরা শুধুমাত্র তাদেরকে নিয়ে কাজ করছি
আমাদের সাথে কাজ শেখার জন্য সবচেয়ে বড় যোগ্যতা হল - আপনি একজন ভালোমানুষ।
৯০ দিনের কর্মশালাটি হচ্ছে অনলইনে প্রতিদিন। পুরো প্রকল্পটি করা হচ্ছে “বিনা ফি” তে অর্থাৎ প্রশিক্ষণার্থীদের থেকে কোন টাকা দেয়া লাগছে না যেহেতু এটা আমার সামাজিক কাজের অংশ।
ইকবাল বাহার
সিইও ও ডিরেক্টর, অপটিম্যাক্স কমিউনিকেশান লিঃ
ম্যানেজিং ডিরেক্টর, আলাদীন ডট কম
ম্যানেজিং ডিরেক্টর, ইউ টিভি লাইভ
প্রেসিডেন্ট, প্রতিষ্ঠাতা ও মেন্টর, নিজের বলার মত একটা গল্প
Facebook ID : https://www.facebook.com/iqbal.bahar.10
Facebook Page : https://www.facebook.com/Iqbalbahar28/
Facebook Group: https://www.facebook.com/groups/youngentrepreneursbdiqbal/
Youtube: https://www.youtube.com/channel/UCxvtB0vjoabTeK-JdajFyYA/videos?view_as=subscriber
ইকবাল বাহার, একজন উদ্যোক্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মেন্টর, ইন্সপিরেশানাল স্পিকার, নিউজ প্রেজেন্টার ও বিজনেস প্রোগ্রাম অ্যাংকর। তিনি চার্টার্ড আকাউনটেন্সি (ইন্টার), এম কম ও এমবিএ করেন। ইন্টারনেট কোম্পানিতে চাকরী দিয়ে তার কর্ম জীবন শুরু করেন। এক সময় সেই রকম বিশাল একটি ইন্টারনেট কোম্পানির মালিক হন তিনি। চাকরী জীবনেও অত্যন্ত সফল ইকবাল বাহার খুব অল্প বয়সে একটি মাল্টিনেশানাল কোম্পানির জেনারেল ম্যানেজার হন।
মাল্টিনেশানাল কোম্পানির লোভনীয় চাকরী থেকে ইস্তফা দিয়ে “চাকরী করবো না চাকরী দেব” এই দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ শুরু করেন নিজের কোম্পানিতে। উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন চাকরী জীবনের শুরুতেই। উদ্যোক্তা হয়ে উঠার গল্পটা এত সহজ ছিল না। ছিল ব্যাপক বাধা, অনিশ্চয়তা ও হেরে যাবার সম্ভাবনা। কিন্তু তিনি ছিলেন দৃঢ়চেতা ও ব্যাপক লেগে থাকা একজন সপ্নবাজ মানুষ। আজ তিনি অপ্টিমেক্স কমিউনিকেশান লিমিটেড, আলাদীন ডট কম, ইউটিভি এন্টারটেইনমেন্ট ডট কম, সেরা বাংলা ৬৪, স্কিল আপ বাংলাদেশ নামক ৫টি কোম্পানির উদ্যোক্তা ও ম্যানেজিং ডিরেক্টর। সৃষ্টি করেছেন ২২০ মেধাবী তরুণদের কর্মসংস্থান।



স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন এবং লেগে থাকুন সাফল্য আসবেই।।





উদ্যোক্তা তৈরির ৯০ দিনের কোর্সে যা যা আছে ঃ
১। যারা স্বপ্ন দেখেন নিজে কিছু একটা করতে চান, পরিশ্রম করতে চান, যাদের কোন তাড়াহুড়া নাই ও নিজের জীবনটাকে বদলে চান – আমরা শুধুমাত্র তাদেরকে নিয়ে কাজ করছি।
২। আমাদের সাথে কাজ শেখার জন্য সবচেয়ে বড় যোগ্যতা হল - আপনি একজন ভালোমানুষ।
৩। পুরো কার্যক্রমটা হচ্ছে অনলইনে প্রতিদিন – ৬৪ জেলা ও ৫০ টি দেশ থেকে প্রবাসীরা সহ সবাই অনলাইনে অংশ গ্রহণ করছে।
৪। প্রতিদিন ১ টা করে পোস্ট বা ভিডিও বা নির্দেশনা বা হোমওয়ার্ক দেয়া হচ্ছে আমাদের ক্লোজড গ্রুপে ও পেইজে।
৫। এটি হল ৯০ দিনের অনলাইনে ও সরাসরি প্রশিক্ষণ কার্যক্রম। প্রত্যেককে আলাদা আলাদা ভাবে ও গ্রুপে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
৬। ফেসবুক লাইভে সপ্তাহে ২ দিন করে সেশান করা হচ্ছে Utv Live.tv থেকে।
৭। পুরো প্রকল্পটি করা হচ্ছে “বিনা ফি” তে অর্থাৎ প্রশিক্ষণার্থীদের থেকে কোন টাকা দেয়া লাগছে না – যেহেতু এটা আমার সামাজিক কাজের অংশ।
এই প্রকল্পকে সারা দেশের লাখ লাখ তরুণ-তরুণীদের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য ৯০ দিনের সেশানের কন্টেন্ট গুলো নিয়ে একটা বই প্রকাশ করা হয়েছে গত একুশে বই মেলায়। বইয়ের সত্ত্ব বাবদ যে টাকা আমি পাচ্ছি তার পুরোটাই ব্যয় হচ্ছে গরীব ও অসহায় শিশুদের পড়াশুনার জন্য।
আমাদের "নিজের বলার মতো একটা গল্প" প্লাটফর্মে উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষন সহ ১৪ টি স্কিলস শেখানোর অনলাইন প্রশিক্ষণ কর্মশালার টানা ৯০ দিনের প্রতিটি ব্যাচে মোট ৪০০ টি কন্টেন্ট নিয়ে ক্লাস/সেশান দিয়ে বিনামূল্যে অর্থাৎ কোন ফী ছাড়া ট্রেনিং করানো হয়ঃ






জীবনে বলার মতো একটা গল্প থাকা দরকার।







১। প্রতি ব্যাচে টানা ৯০ দিনে ৯০ টি সেশান হয়
২। প্রতি ৯০ দিনে ৯০ টি ভিডিও সেশান হয়
৩। প্রতি ৯০ দিনে ৭১ টি প্রতিদিন “নিজের সাথে কথা বলা” ও অন্যান্য বিষয়ে সেশান করানো হয়।
৪। প্রতি ব্যাচে ২৫ টি লাইভ শো (জীবনের গল্প/বিষয় ভিত্তিক) ২৫ জন নতুন নতুন গুণী ও অভিজ্ঞ মানুষকে এবং আমাদের প্লাটফর্মের শিক্ষার্থীদের "ঘুরে দাঁড়ানোর গল্প" Utv Live এ এনে সেশানের মতো করে করা হয়।
৫। প্রতি ব্যাচে ১২ টি বেসিক আইসিটি ক্লাস
৬। প্রতি ব্যাচে ১২ টি ইংরেজি শেখা ক্লাস
৭। ৯। প্রতি ব্যাচে টানা ১৫ দিনের ইংলিশ ভিডিও প্র্যাকটিস ও ঐ ১৫ টি টপিক নিয়ে ক্লাস
৮। প্রতি ব্যাচে ৭ টি বেসিক অ্যাকাউন্টিং ক্লাস (for non Accountants)
৯। প্রতি ব্যাচে টানা ৩০ দিনের প্রেজেন্টেশান ও কমিউনিকেশান স্কিলস (for Idea pitching, Sales, Interview, Leadership, Business Meeting etc.)
১০। প্রতি ব্যাচে ১২ টি মেয়েদের হাতের কাজের প্রশিক্ষণ
১১। প্রতি ব্যাচে ১২ টি কৃষি উদ্যোগ বিষয়ে ক্লাস
১২। প্রতি ব্যাচে ৬ টি এক্সপোর্ট ও ইম্পরট বিষয়ে ক্লাস
১৩। প্রতি ব্যাচে ৬ টি ডিজিটাল মার্কেটিং বিষয়ে ক্লাস
১৪। প্রতি ব্যাচে ১২ টি পবিত্র কোরআন শিক্ষার ক্লাস
১৫। প্রতি মাসে ৬৪ জেলায় ও ৫০ টি দেশে অনলাইন ও অফলাইন মিটআপ
১৬। প্রতি সপ্তাহে অনলাইন হাট
১৭ প্রতি সপ্তাহে অনলাইনে ক্রেতা-বিক্রেতা মিটআপ হাট
১৮। প্রতি ব্যাচে দেশ ব্যাপী ৬৪ জেলায় অন্ততঃ ১টি করে সামাজিক ও মানবিক কাজ ও ভলান্টিয়ারিং কাজ করা হয়।



জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে ভালো মানুষ হওয়া।





যা যা শেখানো হয় ৯০ দিনের প্রতিটি ব্যাচে বিনামূল্যে অর্থাৎ কোন ফী ছাড়া?
১। উদ্যোক্তা হবার মানসিক প্রস্তুতি ও অনুপ্রেরণা
২। স্বপ্ন দেখানো এবং স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করতে হয় প্রতিটি ধাপে তা শিখানো হয়
৩। কিভাবে বিজনেস শুরু করবেন? কি কি স্কিলস লাগবে?
৪। কোম্পানি ফরমেশান কিভাবে করবেন? কি কি লিগ্যাল ডকুমেন্ট লাগবে?
৫। বিজনেস আইডিয়া কিভাবে নিবেন?
৬। খুব অল্প পুঁজিতে কিভাবে বিজনেস শুরু করা যায়?
৭। আপনার মুল্ধন কিভাবে এবং কোথা থেকে জোগাড় করবেন?
৮। স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন এবং লেগে থাকুন...... কিভাবে লেগে থাকতে হয় কোন কাজে?
৯। কিনবেন/উৎপাদন কিভাবে করবেন, বিক্রয় মূল্য নির্ধারণ, বিক্রয় করবেন কোথায়? কাস্টমার কারা?
১০। মার্কেটিং প্ল্যান এবং নেটওয়ার্কিং
১১। মূল্যবোধ বৃদ্ধি, শেয়ারিং ও কেয়ারিং
১২। জীবনের সফলতার ৪ "স" - সুশিক্ষা, সুস্বাস্থ্য, সুখ ও সম্পদ,
১৩। সবার আগে “একজন ভালোমানুষ” হতে হবে
১৪। ৯০ দিন ধরে বিজনেস শেখা, পার্টনার পাবার সুযোগ, ব্যবসা করা, কেনাবেচার সুযোগ, এবং ভালোমানুষি চর্চা
১৫। বাংলাদেশে প্রথমবারের মতো “সাপ্তাহিক অনলাইন হাট” – উদ্যোক্তাদের সেলস বাড়াতে সহায়তা করা।
১৬। ৬৪ জেলায় ও ৫০ টি দেশে প্রতি মাসে অনলাইন ও অফলাইন মিটআপ
১৭। ব্যবসা বাণিজ্য বৃদ্ধির লক্ষে “ক্রস বর্ডার মিটআপ”
১৮। বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে “ক্রেতা-বিক্রেতা মিটআপ হাট”
১৯। সেশান চর্চা ক্লাস
২০। সামাজিক ও মানবিক কাজ ও ভলান্টিয়ারিং শেখা ও চর্চা






জীবনের সবচেয়ে বড় অর্জন একজন ভালোমানুষ হয়ে বেঁচে থাকা।।







এছাড়াও অনলাইনে যে ১৪টি স্কিলস শেখানো হবে বিনামূল্যে ঃ
১। বিজনেস চালানোর দক্ষতা বিষয়ে প্রশিক্ষণ ও বিজনেস শুরু করার পর যে যে সমস্যার সম্মুখীন হন উদ্যোক্তারা - এই সকল বিষয়ে পরামর্শ
২। মার্কেটিং এবং নেটওয়ার্কিং – সেলস স্কিলস
৩। লিডারশীপ স্কিলস
৪। কথা বলার জড়তা কাটানো, প্রেজেন্টেশান স্কিলস
৫। কমিউনিকেশান স্কিলস
৬। ইমোশানাল ইন্টিলিজেন্স স্কিলস
৭। বেসিক আইটি ট্রেনিং ও ই-কমার্সে বিজনেস করার ট্রেনিং – আইসিটি দক্ষতা
৮। ইংরেজিতে কথা বলা, বোঝা ও লিখার দক্ষতা
৯। উদ্যোক্তাদের জন্য সহজ বেসিক অ্যাকাউন্টিং স্কিলস
১০। মেয়েদের বিভিন্ন হাতের কাজের প্রশিক্ষণ
১১। কৃষি উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ
১২। ডিজিটাল মার্কেটিং এর উপর প্রশিক্ষণ
১৩। এক্সপোর্ট ও ইম্পোরট বিষয়ে প্রশিক্ষণ
১৪। শুদ্ধ ভাবে পবিত্র কোরআন শেখার প্রশিক্ষণ
তবে এটা নিশ্চিত করে বলতে পারি ৯০ দিন পর আপনাদের এই ৫০০,০০০ জন সবার নিজের প্রতি বিশ্বাস, সাহস ও স্বপ্ন ভিন্ন মাত্রা পাবে এবং শুরু হবে বদলে যাওয়া একজন মানুষ।
বিজনেস আপনার মুল্ধন আপনার, আমরা আপনাকে স্বপ্ন দেখাব ও কিভাবে স্বপ্ন বাস্তনায়ন করতে হয় তার কৌশল শিখিয়ে দিব।
চাকরী করবো না চাকরী দেব - BE UR BOSS



জীবনে ব্যস্ততা বলে কিছু নেই, সব কিছু প্রায়োরিটি।





৪ টি কারণে উদ্যোক্তা তৈরির এই উদ্যোগটি অনন্য, ব্যতিক্রম ও বাংলাদেশে এই প্রথমঃ
১। সারা বাংলাদেশ অর্থাৎ ৬৪ জেলা ও ৫০টি দেশ থেকে ইতিমধ্যেই ৫০০,০০০ জন তরুণ-তরুণীকে উদ্যোক্তা ও মূল্যবোধ বিষয়ক প্রশিক্ষণ প্রদান।
২। টানা ৯০ দিনের অনলাইনে অংশগ্রহণ মুলক কর্মশালা (প্রতি শুক্র, শনিবার ও যে কোন সরকারী ছুটির দিন সহ) , যার ইতিমধ্যেই ১৫টি ব্যাচ শেষ হয়েছে এবং
৩। এই পুরো কার্যক্রমটি হচ্ছে বিনামূল্যে অর্থাৎ প্রশিক্ষণার্থীদের থেকে কোন ফি ছাড়া।
৪। বাংলাদেশে প্রথম বারের মতো “সাপ্তাহিক অনলাইন হাট” এই প্লাটফর্মে চালু হয়েছে।
আর একটি ব্যতিক্রম হচ্ছে, এই প্লাটফর্মে প্রথম থেকে গত ১২টা ব্যাচে যারাই কর্মশালা করেছেন, তারা সবাই প্রতিনিয়ত আমাদের সাথে কানেক্টেড আছেন, কারণ বিজনেস শুরু করার পর যে যে সমস্যা গুলো তৈরি হয় তা সমাধানেরও পরামর্শ দিচ্ছি সবসময়।
তারা এই গ্রুপে তাঁদের পণ্য/সার্ভিসের বিজ্ঞাপন দিচ্ছে এবং এখান থেকেই তারা কাস্টমার পাচ্ছে এবং ক্রয় বিক্রয় হচ্ছে। তারা একে অন্যের পার্টনার/ইনভেস্টর হচ্ছে। কারো কাছে আইডিয়া আছে কিন্তু টাকা নেই, সে এখানে আইডিয়া সেল করে পার্টনার নিচ্ছে।
৯০ দিন ধরে শেখা, পার্টনার পাবার সুযোগ, ব্যবসা করা, কেনাবেচার সুযোগ, ভলান্টিয়ারিং, সামাজিক কাজ এবং ভালোমানুষি চর্চা সব একসাথে একই প্লাটফর্মে, এরকম সুযোগ আমাদের দেশে আর কোথাও নেই !
শুর থেকেই আমাদের প্লাটফর্ম উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ ও ভালোমানুষ হতে উদ্ভুদ্ধ করা সহ বিভিন্ন সামাজিক কাজ করে আসছে। এটাকে এখন থেকে প্রতিনিয়ত ও প্রাতিষ্ঠানিকভাবে দেশব্যাপী ছড়িয়ে দেবার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি।
অনলাইনে প্রশিক্ষণ গ্রহণ করার জন্য আমাদের Facebook Page: https://www.facebook.com/Iqbalbahar28/ ও
Website: http://www.urownstory-iqbal.org/।






জীবনে এগিয়ে যাবার জন্য পজিটিভিটির কোন বিকল্প নাই।







আগামী ৫ বছরে “নিজের বলার মতো একটা গল্প” এর সামাজিক কাজের পরিকল্পনাঃ
১। আমাদের প্রধান সামাজিক কাজ হবে সারা দেশের গরীব (যারা যাকাতের পাবার পর্যায়ে পরে) ও শিক্ষিত/অর্ধ শিক্ষিত ৫০০ তরুণদেরকে একটা ছোট ব্যবসা তৈরি করে দিয়ে স্বাবলম্বী করা এবং তা সারা বছর মনিটরিং করা। প্রথমে তাঁদেরকে ৯০ দিনের উদ্যোক্তা ও ভালোমানুষ হওয়া বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।
এই অর্থ আমরা সবাই প্রত্যেকে ১০০ টাকা করে (সর্বোচ্চ ৫০০ টাকা বছরে) সাহায্য করে ও আমাদের বর্তমান ও হবু উদ্যোক্তাদের এবং আমাদের সবার পরিচিত অন্য ব্যবসায়িদের যাকাতের অর্থ সংগ্রহ করে এই প্রকল্প সারা বছর ধরে বাস্তবায়ন করা।
এই গ্রুপ থেকে ২১ সদস্যের ট্রাস্টি বোর্ড এই কার্যক্রম পরিচালনা করবে। প্রতি ২ বছর পর পর এই বোর্ড পুনর্গঠন হবে এবং নতুনরা আসবে।
২। রক্ত দান ও ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা
৩। প্রতি বছর উদ্যোক্তা সম্মেলন এবং ৪ জন প্রতিষ্ঠিত তরুণ উদ্যোক্তা ও ৬ জন গ্রামের/মফস্বলের উদ্যোক্তাদের সম্মাননা প্রদান। এছারাও বেস্ট কোর ভলান্টিয়ার, ডিসট্রিক্ট এম্বাসেডর, ক্যাম্পাস এম্বাসেডর, কান্ট্রি এম্বাসেডর ও ভলান্টিয়ারদের সম্মাননা দেয়া হবে।
৪। রমজান মাসে অসহায় ও এতিমদের জন্য ইফতার ও রাতে রাস্তায় ঘুমন্ত মানুষদের জন্য সেহেরী বিতরণ
৫। বর্ষায় দেশব্যাপী গাছ লাগানো কর্মসূচী এবং দেশব্যাপী সচেতনেতা বিষয়ক বিভিন্ন কার্যক্রম ও স্বেচ্ছাশ্রম
৬। দেশের যে কোন প্রাকৃতিক দুর্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া এবং
৭। দেশের বিভিন্ন অঞ্চলের মেধাবী অথচ অসহায় ও গরীব ৫০০ শিক্ষার্থীদের খুঁজে তাঁদের এইচএসসি পর্যন্ত লেখাপড়ার খরচের ব্যবস্থা করা এবং তা মাসিক ভিত্তিতে মনিটরিং করা।
৭। দেশের বিভিন্ন অঞ্চলের মেধাবী অথচ অসহায় ও গরীব ৫০০ শিক্ষার্থীদের খুঁজে তাঁদের এইচএসসি পর্যন্ত লেখাপড়ার খরচের ব্যবস্থা করা এবং তা মাসিক ভিত্তিতে মনিটরিং করা।
৮। School of Entrepreneurship নামে একটা স্কুল করা যেখানে বিনামূল্যে ব্যবসা বিষয়ে কারিগরি
প্রশিক্ষণ দেয়া হবে।
এই সব কাজে সহযোগিতা ও বাস্তবায়ন করবে আমাদের কোর ভলান্টিয়ার, ডিসট্রিক্ট এম্বাসেডর, ক্যাম্পাস এম্বাসেডর, কান্ট্রি এম্বাসেডর, উপজেলা এম্বাসেডর ও দেশব্যাপী স্বেচ্ছাসেবী তরুণরা। সবাই একটা টিম হিসাবে কাজ করবে।



নিয়ম মানা একটা সৌন্দর্য্য।






Want to work with us? Lets talk about project!
We have a strong, trusted, dedicated team to work with any kind of social work
Contact Us




