নরসিংদী জেলা নারী টিমের আয়োজনে বিশেষ মিটআপ
আজ প্রথম বার জাগো নরসিংদী জেলা নারী টিম শুধু নারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজন করেছিল "নেটওয়ার্কিং এবং নারী উদ্যোক্তা উন্নয়ন" বিষয়ক আলোচনা আড্ডা।
সপ্তাহের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি দিন শুক্রবার। চলছে ছেলে মেয়েদের পরীক্ষা, চারিদিকে অসুস্থতা এবং অস্থিতিশীলতা। পারিবারিক অনেক গুরুত্বপূর্ণ সময় স্যাক্রিফাইস করে এবং গুরুতর সমস্যা রেখেও আমার প্রিয় উদ্যোক্তা বোনেরা আজ একত্রিত হয়েছিল পৌর শিশু পার্ক প্রাঙ্গণে। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালবাসা ও শুভকামনা।
আমাদের আলোচনার বিষয়বস্তু ছিলঃ -
- প্রত্যেকের ব্যক্তিগত এবং উদ্যোগের পরিচিতি,
- কে কি পন্য নিয়ে কাজ করছে,
- প্রত্যেকের উদ্যোগের বয়স ঠিক কতদিন বা বছর হয়েছে,
- প্রত্যেকের প্রয়োজনীয় ডকুমেন্টস আছে কি না,
- উদ্যোগ পরিচালনা করতে গিয়ে তারা কি কি দক্ষতার অভাব বোধ করছে অথবা কি কি -সমস্যার সম্মুখীন হয়েছে বা হচ্ছে।
বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের সাথে যে সমস্যা গুলো চিহ্নিত করতে পেরেছিঃ -
- পরিবার থেকে বাধাগ্রস্থ হওয়া
- অথেনটিক/ প্রপার সোর্সিং খুঁজে না পাওয়া এবং প্রোডাকশন নলেজ এর ঘাটতি
- নেটওয়ার্কিং এবং মার্কেটিং দক্ষতার অভাব
- প্রয়োজনীয় আইটি স্কিল না থাকা
- স্ট্যন্ডার্ড কন্টেন্ট মেকিং এর দক্ষতার অভাব
- বিজনেস ডকুমেন্টেশন নলেজ না থাকা
- লক্ষ্য ও পরিকল্পনার অভাব
আমাদের পরবর্তী পদক্ষেপসমূহ ঃ -
- প্রতিটি বিষয়ের ওপর স্যারের দেয়া সেশন এবং ইউটিউব ভিডিও বিশ্লেষণ করে সাধারণ সকল উদ্যোক্তাদের উদ্যেশ্যে কন্টেন্ট তৈরি এবং ভিডিও মেকিং
- ওয়ান বাই ওয়ান বিজনেস ডকুমেন্টেশন লিস্ট দেয়া, সেগুলোর ফলোআপ করা এবং পরিকল্পিত উদ্যোগ সেটআপ করা
- প্রয়োজনে আমাদের দক্ষ লিডারদের সহযোগিতায় নির্দিষ্ট বিষয়ে ফিজিক্যাল ট্রেনিং আয়োজন করা
- অত্যাবশ্যকয়ী আইটি নলেজ ডেভেলপ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া
- কন্টেন্ট মেকিং এর বিভিন্ন দিক নিয়ে সুস্পষ্ট ধারনা দেয়া এবং চর্চার মাধ্যমে সকলকে আরো দক্ষ তৈরি করা।
- নারী উদ্যোক্তাদের বিভিন্ন সংস্থা, ফাউন্ডেশন এবং সরকারি সহযোগিতা, ট্রেনিং ইত্যাদি প্রাপ্তির জন্য প্রস্তুত করা।
জাগো নরসিংদী নারী টিমকে অনন্য সফলতায় পৌঁছুতে এবং ফাউন্ডেশনে আমাদের জেলার নারীদের দৃঢ় অবস্থান তৈরি করার লক্ষ্যে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।
প্রত্যেক নারী দায়িত্বশীলগণের সুদীর্ঘ পরিকল্পনা, পর্যাপ্ত সময় এবং ডেডিকেশন প্রয়োজন আমাদের গৃহীত পদক্ষেপ গুলো বাস্তবায়নের জন্য। জেলার অন্যান্য সকল দায়িত্বশীল ভাইবোনদের আন্তরিক সহযোগিতার একান্ত প্রয়োজন।
অসীম শ্রদ্ধা আর ভালবাসা শ্রদ্ধেয় মেন্টর ইকবাল বাহার স্যারের প্রতি অন্যের উপকার করার মাধ্যমে নিজেকে আরও শানিত করার এমন সুযোগ করে দেয়ার জন্য।