ভালবাসার প্রিয় পরিবার (NBMEGF) এর সাথে দীর্ঘ পথচলার অনুভূতি ও প্রাপ্তির গল্প
ভালোবাসার পরিবার নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন ( NBMEGF) 💐💐
আসোলে ভালোবাসা এমন একটা ব্যাপার যার কোনো কারন থাকে না এটা ভিতর থেকেই হয়ে যায়,, অনেকেই ভাবতে পারে ভালোবাসা প্রকাশ করলেই তা লৌকিকতা,, বাস্তবিক ভাবে তা নয় সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা এসব মন থেকেই আসে আর এসবের জন্যই টিকে আছে আমাদের পৃথিবী।
আমি ভালোবাসি প্রিয় ফাউন্ডেশন, প্রিয় স্যার আমাদের ফাউন্ডেশনের ভাইবোনদের। 💖
কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যারের প্রতি এতো সুন্দর একটা প্লাটফর্ম আমাদের জন্য তৈরি করে দিয়েছেন।
যেখান থেকে পেয়েছি অনেক কিছু আর শিখেছি কিভাবে নিজেকে নিয়ে ভাবতে হয়,, কিভাবে অপরের জন্য কিছু করতে হয়।
অন্যের জন্য কিছু করার চিন্তা ভাবনা আমার সব সময়ই ছিলো কিন্তু কিভাবে করা যায় সে-রকম কোনো ডিরেকশন কখনো পাইনি কারো কাছে 🙂
২০২১ সালের ২ রা জানুয়ারি আমার বড় ভাই দঃ কোরিয়া প্রবাসী মেহেরাব হোসাইন রাসেল এর মাধ্যমে ফাউন্ডেশন সম্পর্কে জানি, সাথে সাথেই জয়েন করে ফেলি গ্রুপে। তারপর এক আপুর মাধ্যমে রেজিষ্ট্রেশন করে জেলা মেসেনজারে যুক্ত হয়ে যাই,,
নারায়ণগঞ্জ জেলা এবং মুন্সিগঞ্জ জেলা মেসেনজারে এড করা হয় আমাকে তখন আমাদের দুই জেলার দায়িত্বে ছিলেন কোর ভলান্টিয়ার মোঃ কামরুল হাসান ভাই।
আমার সব সময় আফসোস হয় কেনো একটা দিন আগে জয়েন করতে পারলাম না তাহলেই তো প্রিয় প্লাটফর্ম এর জন্মদিনে যুক্ত হতে পারতাম।।
স্যারের প্রতিটি সেশন খুবই মনোযোগ সহকারে পড়তাম,, আর পড়লে মনে হতো " এটাই তো আমি করতে চাই,, এটা তো আমার সাথে ঘটে,, আবার বিজনেস সম্পর্কে খুব সুন্দর পরামর্শ পেতাম, আইডিয়া পেতাম,,,
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের ভাইবোনদের সাথে কথা বলতাম, তখন তো প্রতিদিনের সেশন চর্চার মিটআপ শুরু হয়নি,,
আমরা তখন সাপ্তাহিক আর মাসিক মিটআপ করতাম 🥰
করোনা কালীন সময়ে সবাই অনলাইনে গুগল মিট এর মাধ্যমে মিটআপ চালিয়ে যেতাম। সোনারগাঁ উপজেলার ভাই-বোনগুলোর প্রতি আমি কৃতজ্ঞ, এছাড়াও নারায়ণগঞ্জ জেলা ও মুন্সিগন্জ জেলার সকল দায়িত্বশীল ভাই আপুদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
🍀কমিউনিটি ভলান্টিয়ার হওয়ার পরে আমি যে কি পরিমাণ খুশি হয়েছিলাম যার রেষ এখনো আমার ভিতরে আছে আলহামদুলিল্লাহ।
সেদিন আমি ফাউন্ডেশনের ভাই আপুদের একে অপরের প্রতি সহযোগিতা, ভালোবাসা উপলব্ধি করতে পারি।।
কমিউনিটি ভলান্টিয়ার হওয়ার পোস্টের মাধ্যমে আমি আরেক জেলার ভাই আপুদের ভালোবাসা পাই 🥰🥰যে জেলা কে আমার নিজের জেলার মতো মনে করি তা হচ্ছে চাঁদপুর জেলা 💖💖
Humayun Kabir Mezbah Uddin Amena Amena Sahed Khan Sahed Diyab Khan Rashed Chowdhury তাদের আন্তরিকতার কথা কখনো ভোলা সম্ভব না।
উদ্যাক্তা হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়ার প্রশিক্ষণ প্রতিনিয়ত এই প্লাটফর্মে দেয়া হয় যা ইতিহাসে বিরল 🙂
আর আমি এমন একটা ইতিহাস গড়ার প্লাটফর্মের আজীবন সদস্য হতে পেরে গর্বিত 💕
এই প্লাটফর্মে সবচেয়ে বেশি শিখেছি 24/7 লাইভ সাপোর্ট টিমে কাজ করে,,,
আমার হাজবেন্ড প্রবাসী এবং IT Expert হওয়া সত্বেও আমাকে কখনো ল্যাপটপে ১ ঘন্টা কোনো কাজ করাতে পারেনি 😄 ফরেক্স এ ট্রেড করতাম অনলাইনে তা-ও আধা ঘণ্টা হলেই ভালো লাগতো না,
কিন্তু লাইভ সাপোর্ট টিমে ঘন্টার পর ঘন্টা সময় দিয়েছি খারাপ লাগে নি 💖
প্রিয় ফাউন্ডেশনের ব্লগে কাজ করছি আর প্রতিনিয়ত শিখছি স্যার এবং সবার কাছ থেকে 🥰
সেখানে পেয়েছি Sonia Salman Kibria Imran Tarek Hossain Mahfujur Rahman Sujan Moyna Akter Molla AL Mamon
প্রতি ব্যাচে ICT training এর লাইভ ক্লাস গুলো গুছিয়ে পোস্ট করে সময়মতো ক্লাসে যুক্ত হয়ে প্রচার করতে খুবই ভালো লাগে 💖💖
সেখানে পেয়েছি Himangsu Sarkar Himu মেহেদী হাসান শুভ Mehedi ভাইদের মতো আন্তরিক ভাইদের।
কৃতজ্ঞতা আমার প্রিয় Ashraful Alam Mohammad Liton Rajib Islam ভাই দের প্রতি যারা আমাকে সব সময় সহযোগিতা করেছেন এবং এই টিমের জন্য যোগ্য মনে করেছেন।
মুন্সিগন্জ জেলার জেলা প্রতিনিধি হিসেবে, নিজ জেলার ভাই বোনদের অনেক অনেক দোয়া ও ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ।
শিখেছি একজন উদ্যোক্তা হতে হলে কি পরিমাণ ধৈর্য, পরিশ্রম ও কষ্ট করতে হয়।
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন না থাকলে, আমি সামিয়া আজ কিছু ভাইবোন পেতাম না যারা আমার জন্য দোয়া করে আমার ভালো চায় 💖
এই ফাউন্ডেশন আমার ২য় পরিবার যা আমি নির্দ্বিধায় বলতে পারি 🥰🥰
গত ৩ বছরে আমি যা পেয়েছি প্রায়শই আমার ভাবনায় আসে,, যদি ফাউন্ডেশনের প্রতিষ্ঠার সময়টাতে আমি থাকতাম 😥 তাহলে অনেক অনেক স্ট্রং হতে পারতাম আরও আগে থেকেই 🙂 পরবর্তী সময়গুলো যেনো ভালোবাসার এই পরিবারের সাথে থাকতে পারি দোয়া করবেন ইনশাআল্লাহ।
আমার ভাগ্যে ছিলো না তাই আগে যুক্ত হতে পারিনি,, তবে যা পেয়েছি আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন।
চতুর্থ মহাসম্মেলনে অংশগ্রহণ করার মাধ্যমে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি, দেখেছি দায়িত্বশীল ভাই আপুদের ভলান্টিয়ারিং তাদের ধৈর্য্য ও আন্তরিকতা ☺️
ভবিষ্যৎ ভাবনা ফাউন্ডেশন নিয়েঃ
আমি মন থেকে চাই যদি বেঁচে থাকি আমরা যখন অনেক বৃদ্ধ হয়ে যাবো তখন আমাদের প্লাটফর্ম এর রুপ অন্য রকম হয়ে যাবে,, তখন প্রযুক্তি এতো উন্নত হবে যে নতুনদের কথা শুনে আমরা তখন আমাদের সময়ের কথা মনে করে হাসবো, একটু মন খারাপ করবো ☺️ বলবো ভবিষ্যত প্রজন্ম কে তোমরা তো সহজেই সবকিছু করতে পারছো কিন্তু আমরা অনেক কিছু কষ্ট করেই করেছিলাম 😄 কিন্তু সেখানে আনন্দ ছিলো। প্রযুক্তি আমাদের প্লাটফর্ম কে অনেক অনেক এগিয়ে নিয়ে যাবে যা আমরা এবার টিকিট ক্রয়ের সময়ে বুঝতে পেরেছি অনেকেই।
এক সময় আমরা থাকবো না কিন্তু আমাদের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থাকবে শতাব্দীর পরে শতাব্দী 💗💗
প্রযুক্তির কথা লিখতে গিয়ে আমার আরেকটি বিষয় মনে পরে গেলো, আমি যখন ফাউন্ডেশনে রেজিষ্ট্রেশন করি আমার নাম আসে শারমিন আক্তার,, তখন আমার আইডি নাম ছিলো Khandaker Samiya, বিষয় টা দেখে ভীষণ মন খারাপ হয়ে যায় এটা কিভাবে সমাধান করবো, কার কাছে বলবো কিছুই বুঝতে পারলাম না, স্যারের পোস্টে ছিলো নিজের নাম ব্যাবহার করবেন বুক ফুলিয়ে লাইভ সাপোর্ট টিমে কাজ করতে গিয়ে Liton ভাই এর সাথে কথাটা শেয়ার করলাম তিনি বললেন কিছুদিন পরে আপনি নিজেই আপনার নাম ঠিক করতে পারবেন আপু 🥰
সত্যিই এক সময় আমি ফাউন্ডেশনে নিজের নাম ঠিক করে দেয়ার পাশাপাশি এখন অনেক ভাইবোনের বিভিন্ন রকম সমস্যার সমাধান করে দেই ওয়েব টিমে কাজ করার মাধ্যমে আলহামদুলিল্লাহ।
ধন্যবাদ Md Iqbal Hossain ভাই Md Jayed Hasan Emran ভাই এতো গুরুত্বপূর্ণ টিম তৈরি করে দেয়ার জন্য।
🍀ক্যাম্পাসের দায়িত্ব পালন করতে গিয়ে Jahangir Alam Protul Pathak Hossain Al Mamun S M Mubashir Hossain Sk Sohel Mehedi Hasan Emon ভাইদের থেকে অনেক কিছু শিখেছি 💖
ফাউন্ডেশনের প্রতিটি দায়িত্বশীল ভাইবোনদের থেকে শিখতেছি আরও শিখার আছে অনেক কিছু,, প্রতিনিয়ত শিখে যাবো ইনশাআল্লাহ।
বিচরনের Sagar Banik ভাইয়ের থেকে অনেক অনুপ্রেরণা পাই যা কখনো তাঁকে বলা হয়নি 🙂
🍀আমাদের নারী টিমের আপুদের কথা না বললেই নয়
Julekha Khatun Suma Jakeya Moon Hasina Rahman Lopa নিঝুম আমিন রহিমা আক্তার স্বপ্না
Sagarika Ekbal l Ame Banalata Asmani Khatun Hamida Rahman Hamida Akter Nasrin Jahan
Mahmuda Khan Tahmina Alam তাদের সাথে থেকে অনেক বিষয় জানা হচ্ছে,, কৃতজ্ঞতা আপুদের প্রতি 🥰🥰
🍀জেলা এম্বাসেডর হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে সব সময় ভয় হতো জেলায় দায়িত্ব পালন করতে পারবো তো,, কিন্তু আমার জেলার ভাইবোন গুলো আমাকে এমন ভাবে স্বাদরে গ্রহন করেছিলেন যে আমি চাইলেও এখন তাদের থেকে দূরে থাকতে পারি না 💖💖 এটা সম্ভব শুধু মাত্র নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে।
🍀মডারেটর হওয়ার পরে নিজেকে আরও নতুনভাবে আবিষ্কার করেছি,, চেষ্টা করেছি নির্ভুল ভাবে কাজ করার জন্য,, গ্রুপের রুলস গুলো ভালো ভাবে রপ্ত করতে পেরেছি,, সহযোগী হিসেবে পেয়েছি পুরো মডারেটর টিম কে আলহামদুলিল্লাহ।
thanks Aninda Shaha Mostak Ahmad Mridha Abu Taher Ismat Hasan Aal Mamun GM G M Shakil
🍀ফাউন্ডেশন থেকে বড় প্রাপ্তি আবেগ কন্ট্রোল করতে শিখেছি, নিজেকে চিনতে শিখেছি, এখন সব সময় বলতে পারি আমার প্রায় ৬৪ জেলায়ই পরিচিত ভাই বোন আছে আলহামদুলিল্লাহ 💖
আরও অনেক ভাই বোন আছেন যাদের নাম মেনশন করতে পারলাম না,, বিশাল লিখা হয়ে গেছে
ফাউন্ডেশন কে নিয়ে লিখলে শেষ হবে না ❤️
স্যারের একটা কথা লিখেই শেষ করতে চাই,,
" বৃষ্টি সবার জন্যই পড়ে তবে ভিজে কেউ কেউ"
আপনিও সেই কেউ কেউর একজন হোন দোয়া রইলো 🌺
স্ট্যাটাস অফ দি ডে: ৯৫০
তারিখঃ ২১- ০৭- ২৩
ধন্যবাদান্তে,,
Samiya Sharmin
Moderator & DA Munshiganj
12/49852
Live support team, Web team,ICT trainer team, Women's team member.