"আর নয় বিদেশে, টাকা কামাবো স্বদেশে "
আপনি যদি বেকার কিংবা বিদেশ গমনে ইচ্ছুক হন আর পৈতৃকভাবে যদি এক বিঘা (৩৩ শতাংশ) জমি যদি থাকে, তবে সব চিন্তা বাদ দিয়ে এ জমিতে যদি টমেটো চাষ করেন। তাহলে কী অবস্থা দাঁড়ায় - এটা নিয়েই আমার আজকের আলোচনা।
বাংলাদেশে এখন বারমাসি টমেটোর চাষ হচ্ছে। এক বিঘা জমিতে উন্নত জাতের টমেটো চাষ করতে হলে
খরচ ঃ
জমি তৈরি, জৈব সার, উন্নত মানের বীজ সংগ্রহ, চারা তৈরি, মূল জমিতে লাগানো, আন্তপরিচর্যা, স্টেকিং বা কাঠি দেওয়া, প্লাস্টিকের দড়ি কেনা, সেচ দেওয়া, প্লাকিং বা ফসল তোলার জন্য লেবার সংগ্রহ, গ্রেডিং করা, লোকাল আড়ত পর্যন্ত পৌঁছানোসহ নানা কাজে খরচ
= ৪০০০০ হাজার টাকা
ফলন ঃ
একটি টমেটো গাছ মানে ৬ কেজি টমেটো। এক বিঘা জমিতে টমেটো চারা লাগবে ৩০০০। ১০ শতাংশ গাছ বিভিন্ন কারণে মারা গেলেও (১০ শতাংশ মানে ৩০০ গাছ) আরও থাকে ২৭০০ গাছ। তাহলে মোট ফলন হয় ২৭০০টি গাছ x ৬ কেজি (প্রতিটি টমেটোগাছে গড়ে যদি ৬ কেজি টমেটো হয়)
=১৬২০০ কেজি
আয় ঃ
সারা বছর গড়ে এক কেজি টমেটোর দাম কম পক্ষে ৪০ টাকা হলে ১৬২০০ কেজি x ৪০ টাকা = ৬লাখ ৪৮ হাজার টাকা।
খরচ বাবদ ৪০ হাজার টাকা এবং শ্রমের মূল্য মাসে ১০ হাজার টাকা ধরি, তাহলে ৬ মাসে খরচ =৪০০০০+ ৬০০০০=১০০০০০ (লক্ষ ) টাকা।
নীট আয় = ৬৪৮০০০-১০০০০০
= ৫৪৮০০০টাকা।
বছরে ২ ফলন (৬ মাসে ১ফলন) হলে
৫৪৮০০০ x ২ = ১০৯৬০০০টাকা
সুতরাং মাসিক আয় = ১০৯৬০০০ / ১২
= ৯১৩৩৩.৩৩ টাকা
এভাবে আমাদের দেশের বেকার তরুণেরা যদি সঠিক পরিকল্পনা করেন, মানুষের কথায় কান না দিয়ে অথবা পাছে লোকে কিছু বলে, এই ভয় না করে কাজকে কাজ হিসেবে দেখেন আর আমরা বা আমাদের সমাজও যদি শ্রমের মর্যাদা দিই অর্থাৎ ওই ছেলেটিকে যদি কটু কথা না বলি, তাহলে এসব টগবগে তরুণের আর জীবনের শেষ সম্বলটুকু বিক্রি করতে হবে না, থাকতে হবে না প্রিয়তম স্ত্রী, প্রাণের চেয়েও প্রিয় সন্তান, স্নেহের ছোট ভাইবোন, হাড়ভাঙা পরিশ্রমকারী বাবা ও গর্ভধারিণী জননীকে ফেলে হাজার কিলোমিটার দূরে সুদূর ধু ধু মরুভূমিতে। হতে হবে না প্রতিনিয়ত বিদেশিদের হাতে লাঞ্ছিত। আসলে ছোট্ট এই জীবনে ছোট্ট একটি স্বপ্ন নিয়ে পরিকল্পনামাফিক চললে আমার মনে হয়, কোনো মায়ের বুক খালি হবে না, বিধবা হতে হবে না কোনো প্রিয়তম স্ত্রীকে। বঞ্চিত হতে হবে না আদরের ভাইবোনদের অকৃতিম ভালোবাসা থেকে। তাই আসুন বিদেশ গমনের আগে আমরা যারা বেকার তরুণেরা আছি, আমাদের জীবনটাকে আমাদের মতো করে সাজাই। কল্পনাবিলাসী না হয়ে, বাস্তবসম্মত কাজ করি। নিশ্চিন্তে রাতে ঘুমাই, মা-বাবাকে সেবা করি। ভবিষ্যৎ বংশধরদের শিক্ষিত করে তোলার চেষ্টা করি, টমেটো চাষ করলে গ্রামের মানুষ কী বলবে, এসব কথা না শোনার জন্য কানে তুলা দিয়ে সামনের দিকে এগিয়ে যাই। দেশ, মাটি, মানুষ ও লাল–সবুজের পতাকার সঙ্গে নিজেকে সঁপে দিয়ে, আত্মসম্মান বোধ নিয়ে চলাফেরা করি।
আপনার সহযোগিতায় আমরা সদা প্রস্তুত।
Greensteps
ফেনি।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৩
Date:- ০৭/১১/২০১৯ ইং
রাসেদুল ইসলাম
রেজিঃ ১৭৭৮
৭ম ব্যাচ, ফেনি