আমার"নিজের বলার মত একটা গল্প"!
একটা আজব চিন্তার যুক্তি আমি কিছুতেই খুঁজে পাইনা!
কিছু প্রশিক্ষণ থাকার জন্য একটা বিজনেসএর সাথে স্বল্প পরিমানে যুক্ত আছি স্টুডেন্ট অবস্হা থেকেই,তবুও আমি নিজেকে পুরো বেকার বলেই দাবি করতাম কারন, সেই কাজে আমার কিছু অর্থ এলেও সময় দিতে হতো না।সপ্তাহে ২ঘন্টা। সেটা হলো কিছু হারবাল প্রডাক্ট প্রস্তুতকরণ।যেটা আমার হোমিও ডাক্তার হাজবেন্ডের চেম্বারে সেল হয়। বেকার অবস্থা থেকে চাকুরী পেয়েছিলাম।তাই ঢ্যাং ঢ্যাং করে সবাইকে ছেড়ে কর্মস্হলে চলে গিয়েছিলাম খুশিতে।কিছুদিন জব করলাম। প্রতিমাসে ২৫হাজার+ঈদের বোনাস সহ দুই ঈদে সর্বচ্চ দুইবার বেতন আসতো ৩০হাজার+।কিন্তু কি আজব ব্যাপার ওতো টাকাও আমাকে কখনোই এতোটুকুও খুশি দেয় নি ।কি জানি সে টকাগুলোও কখনো ছুঁয়ে দেখিনি, এইজন্য কি না।তার কিছুদিন পর প্রিয় বন্ধুর কথায় একবাক্যে চাকুরীটা ছেড়ে দিয়েছিলাম(আপনাদের দুলাভাই এর কথা বলছি)।তারপর আবার পরিবারের হাড়ি-পাতিল সামলানোর দায়িত্ব।পুনরায় বেকারত্বের জ্বালায় জ্বলতে শুরু করলাম।
যুক্ত হলাম "নিজের বলার মত একটা গল্প" গ্রুপ এ।এখানে এসে প্রিয় স্যারের উৎসাহে
কাজ করার নেশা আমাকে পেয়ে বসলো।
কি করি..কি করি...ঘর সংসার-বাচ্চা-কাচ্চা টাইম কই?
এমন একটা কাজ করবো যা অন্যদের উপকারে আসে।
শুরু করেছিলাম ভেজাল মুক্ত স্ট্রিট ফুড সেল দিয়ে,প্রথম দিন প্রচন্ড গরমে আইস লেমন জুস সেল করে ১৫০/২০০টাকা ইনকাম.... উফ্ কি যে আনন্দ!
১৫০ টাকা ইনকাম করলে, এতো আনন্দ পাওয়া যায় কিভাবে!
আমি কাজকে ছোট মনে করি না,সময় পেলেই ভাল মানের ফুড মার্কেটেও সেল করে আসি।
ইনশাআল্লাহ ফুড নিয়েই আরোকিছু কাজ
করছি।তা দ্রুত ই ইনশাআল্লাহ প্রকাশিত হবে।
আমি হেটে চলছি ছোট..ছোট পাএ...বড় বড় আনন্দ নিয়ে.......এ আনন্দের সীমা নেই...!
আমি এখনো কোন বড় মাপের উদ্যোক্তা নই....
কিন্তু আমি বড় মাপের একজন কাজপ্রেমী মানুষ ...
খুশির মূল্য আমার কাছে অনেক বেশি!
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৪৭
Date:- ৩১/১০/২০১৯ ইং
মেহের নিগার
৫ম ব্যাচ,রাজশাহী।
রেজি নং-২৭৭৭।