See More Post

রাজশাহী জেলার বাঘা উপজেলার মিটআপ

🎯 #বাঘা_উপজেলা_মাসিক _মিটআপ

ও উদ্যোক্তা ক্লাব গঠনের প্রক্রিয়া। 


দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দুরন্ত রাজশাহী জেলা টিম।


প্রিয় মেন্টর Iqbal bahar zihid  স্যারের শিক্ষাকে তৃনমুল পর্যায়ের ছড়িয়ে দিতে রাজশাহী জেলার বাঘা উপজেলাতে অবস্থিত শাহ্দৌলা সরকারি কলেজে উদ্যোক্তা ক্লাব তৈরির লক্ষে অধ্যক্ষ বরাবর ফাউন্ডেশনের চিঠি প্রদান করা হয়েছে। উদ্যোক্তা গঠনে উক্ত কলেজ থেকে শিক্ষক মহদয় সর্বচ্চ সহযোগীতা করার প্রতিশ্রুতি দিয়েছেন। 


এছাড়াও বাঘা উপজেলাতে একটি চমৎকার ও প্রাণবন্ত মিট আপ আয়োজন করা হয়েছিল। 

মিট আপের সকলের মতামত গ্রহণ করাহয় এবং দায়িত্বশীলরা দিক নির্দেশনা মূলক আলোচনা করেছেন।  পণ্য প্রদর্শনীর মাধ্যমে উদ্যোক্তদের ব্যান্ডিং ও উৎসাহ প্রদান করা হয়েছে। 


আজকের আয়োজনে পুরোটা সময় জুড়ে ছিলেন

রাজশাহী জেলার ডাইনাকি জেলা প্রতিনিধি  Deloara Sayeda  ক্যম্পাস ক্লাব সমন্নয়ক, জেলা প্রতিনিধি 

Mohammad Kawser Ali  এবং ছিলাম আমি Alamin hosen


আজকের মিটআপটি চমৎকার ভাবে আয়োজন করেছেন ইকেয়ার সলিউশন এর প্রধন Mostafizur Rahman  ও তার টিম। এঠাড়াও সার্বিক সহযোগিতা করেছেন নীড লাইফ এর ফাউন্ডার shamakdum milon এবং স্পন্সর  হিসেবে সহযোগিতা করেছেন ভোজন। প্রাণবন্ত একটি মিটআপ উপহার দেবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আয়োজক টিমের প্রতি। 


আজকের পুরোটা দিন চমৎকার কেটেছে প্রিয় ফাউন্ডেশনের প্রিয় ভাইয়া ও আপুদের সাথে। 


বিদায় বেলাই সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করছি।


ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।