আলহামদুলিল্লাহ
, আজ সফল ভাবে সম্পন্ন হলো আদম্য টাংগাইল জেলার ঈদ পুর্নমিলনী ও অফলাইন মেগা মিটাপ।
আজকের মেগা মিট আপের কার্যক্রম গুলি ছিলো
🌻ঈদ পুর্নমিলনী ও অফলাইন মেগা মিট আপ।
🌻 ইবনে সাইম রানা ভাই সম্মানিত কোর ভলান্টিয়ার হিসাবে দায়িত্ব পাওয়ায় অদম্য টাংগাইল জেলার পক্ষ থেকে গণসংবর্ধনা।
🌻 টাংগাইল জেলা সম্মেলন ও শাড়ি মেলার নিয়ে প্রস্তুতি।
🌻 অদম্য টাংগাইল জেলার বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা ও দিক নির্দেশনা প্রদান।
আরও ছিলো লাকি কুপন ড্র।
এবং দুপুরের লান্স।
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।